1. Question:রিতার বাবা তাদের বাড়ির উঠানে শিস ও টমেটো চাষ করলো। এই সবজি দুটি কোন মৌসুমে চাষ করা হয়? রিতার বাবা সেই মৌসুমে চাষ করতে পারবে এমন আরও ৪টি শাক-সবজির নাম উল্লেখ কর। 

    Answer
    শিম ও টমেটো শীতকালে চাষ করা হয়।
    শীতকালে চাষ করা হয় এম ৪টি শাক-সবজির নাম:
    ১. ফুলকপি, ২. বাঁধা কপি. ৩. পালং শাক, ৪. লাউ শাক।






    1. Report
  2. Question:রিয়া আম ও কমলা খেতে খুব পছন্দ করে। রিয়ার পছন্দের খাদ্যে কোন দুটি পুষ্টি উপাদান রয়েছে। এই খাদ্যগুলো সংরক্ষণের তিনটি উপায় লেখ। 

    Answer
    রিয়ার পছন্দের খাবার আম ও কমলায় রয়েছে-
    ১. ভিটামিন, ২. খনিজ লবণ।
    আম ও কমলা সংরক্ষণের তিনটি উপায়-
    ১. শুকিয়ে
    ২. বোতলজাত করে
    ৩. রিফ্রিজারেটরে






    1. Report
  3. Question:আমিষ জাতীয় খাদ্যের দুটি উদাহরণ দাও। আমাদের দেহে এর তিনটি কাজ লেখ। 

    Answer
    আমিষ জাতীয় খাদ্যের দুটি উদাহরণ হলো-
    ১. মাছ
    ২. ডাল
    আমিষের তিনটি কাজ-
    ১. আমাদেহ দেহ গঠন করে।
    ২. দেহের মাংসপেশির ক্ষয়পূরণ করে।
    ৩. দেহে রক্ত তৈরি করে।






    1. Report
  4. Question:কাজ করার প্রয়োজনীয় শক্তি আমরা কোন পুষ্টি উপাদান থেকে পাই? চর্বির দুটি উদ্ভিদজাত উৎসের নাম লেখ। পানির দুটি কাজ লেখ। 

    Answer
    কাজ করার প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকে পাই। চর্বির দুটি উদ্ভিদজাত উৎস-
    ১২. সয়াবিন তেল
    ২. সরিষার তেল
    পানির দুটি কাজ-
    ১. খাদ্য হজম
    ২. দেহে খাদ্যের শোষণ






    1. Report
  5. Question:তোমার মা তোমাকে মাছ, মাংস, ডিম নিয়মিত খেতে দেয়। এগুলোতে প্রধানত কোন পুষ্টি উপাদান থাকে? এ পুষ্টি উপাদানের ২টি কাজ লেখ। 

    Answer
    মা, মাংস, ডিম  এব প্রধানত আমিষ থাকে।
    আমিষের ২টি কাজ হলো :
    ১. আমাদের দেহ গঠন করে।
    ২. রক্ত তৈরি করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd