Question:পদার্থ কত প্রকার ও কী কী?
Answer
পদার্থ তিন প্রকার। যথাঃ কঠিন, তরল ও বায়বীয়।
Question:পদার্থ কত প্রকার ও কী কী?
পদার্থ তিন প্রকার। যথাঃ কঠিন, তরল ও বায়বীয়।
Question:তরল পদার্থ কাকে বলে?
যেসব পদার্থের নির্দিষ্ট আয়তন ও ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাদেরকে তরল পদার্থ বলা হয়। যেমন- পানি, দুধ, তেল ইত্যাদি।
Question:বায়বীয় পদার্থ কাকে বলে?
যেসব পদার্থের নির্দিষ্ট ওজন আছে কিন্তু নির্দিষ্ট আয়তন বা আকার নেই, তাদেরকে বায়বীয় পদার্থ বলা হয়।
Question:পানির তরল অবস্থার ১টি ব্যবহার লেখ।
তরল পানিতে আমরা সাঁতার কাটি।
Question:বরফ পাানির কোন অবস্থা?
কঠিন অবস্থা।