Question:শাহীন একখন্ড লোহাকে তাপ দেয়ায় এর আকার পরিবর্তন হলো। এটি কী ধরনের পদার্থ? এর ২টি বৈশিষ্ট্য লেখ। একে আরও তাপ দিলে কী পরিবর্তন হবে তা দুটি বাক্যে লিখ।
Answer
লোহা কঠিন পদার্থ। এর ২টি বৈশিষ্ট্য হলো- ১. এর নির্দিষ্ট আকার ও আয়তন আছে। ২. এটি নিজে নিজে এর আকার পরিবর্তন করতে পারে না। লোহাকে অনেক বেশি তাপ দিলে প্রথমে তরল হবে। এরপর আও বেশি তাপ দিলে এটি বাষ্পে পরিণত হবে।