Question:উদ্ভিদ ও প্রাণী কিভাবে চেনা যায়?
Answer
উদ্ভিদ: ১. উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা-প্রশাখা, পাতা থাকে। ২. উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। ৩. উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ৪. প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না। ৫. উদ্ভিদ খেতে পায় না, শুনতে পায় না, গন্ধ নিতে পারে না। প্রাণী: ১. প্রাণীর পা, ডানা বা পাখনা থাকে। 2. অধিকাংশ প্রাণী নিজর ইচ্ছামতো চলাচল করতে পারে। ৩. প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। ৪. প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য অন্য প্রাণী খেয়ে থাকে। ৫. চোখ, কান, নাক, মুখ ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায়, নিঃশ্বাস নিতে পারে, স্বাদ নিতে পারে।