Question:জ্যোতির বাড়ীর বাগানটিতে কিছু উদ্ভিদের ফুল ফোটলেও কিছু উদ্ভিদে কখনও ফুল ফোটেনা। এসব কী ধরনের উদ্ভিদ? এদের যেকোনো একটি শ্রেণীর ৩টি করে উদাহরণ লেখ।
Answer
বাগানটিতে যেসব উদ্ভিদের ফুল ফোটেনা সেগুলো অপুষ।পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের তিনটি উদাহরণ- (১) জবা, (২) আম, (৩) শাপলা।