1. Question:চারটি কঠিন পদার্থের নাম লেখ। এ ধরনের পদার্থের ৩টি বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    চারটি কঠিন পদার্থের নাম হলো: ১.চেয়ার; ২.টেবিল, ৩.ইট; ৪.গ্লাস।
    কঠিন পদার্থের ৩টি বৈশিষ্ট্য হলো-
    ১. এ পদার্থের নির্দিষ্ট আকার আছে।
    ২. এ ধরনের পদার্থের নির্দিষ্ট আয়তন আছে।
    ৩. এর নির্দিষ্ট ভর আছে।






    1. Report
  2. Question:শাহীন একখন্ড লোহাকে তাপ দেয়ায় এর আকার পরিবর্তন হলো। এটি কী ধরনের পদার্থ? এর ২টি বৈশিষ্ট্য লেখ। একে আরও তাপ দিলে কী পরিবর্তন হবে তা দুটি বাক্যে লিখ। 

    Answer
    লোহা কঠিন পদার্থ।
    এর ২টি বৈশিষ্ট্য হলো-
    ১. এর নির্দিষ্ট আকার ও আয়তন আছে।
    ২. এটি নিজে নিজে এর আকার পরিবর্তন করতে পারে না।
    লোহাকে অনেক বেশি তাপ দিলে প্রথমে তরল হবে। এরপর আও বেশি তাপ দিলে এটি বাষ্পে পরিণত হবে।






    1. Report
  3. Question:তোমাদের বিজ্ঞানের শিক্ষক ক্লাশে চক, ডাস্টার, বিজ্ঞান বই ও ১ বোতল পানি নিয়ে ঢুকলেন। এগুলোর মধ্যে কঠিন পদার্থ কোনটি? এদের ২টি সাধারণ বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    চক, ডাস্টার ও বিজ্ঞান বই কঠিন পদার্থ।
    এদের ২টি সাধারণ বৈশিষ্ট্য হলো-
    ১. এদে নির্দিষ্ট আয়তন আছে।
    ২. এর নির্দিষ্ট আকারও আছে।
    বোতলের পানির দুটি বৈশিষ্ট্য হলো:
    ১. পানি (তরল পদার্থ) নিজস্ব  আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই।
    ২. পানিকে যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারণ করে।






    1. Report
  4. Question:তোমাকে এক টুকরো বরফ দেওয়া হলো। এটি কী ধরনের পদার্থ? এর দুটি বৈশিষ্ট্য লেখ। তাপের প্রভাবে এর ২টি পরিবর্তন লেখ। 

    Answer
    এটি কঠিন পদার্থ।
    এর ২টি বৈশিষ্ট্য হলো:
    ১. নির্দিষ্ট আকার আছে।
    ২. নির্দিষ্ট আয়তন আছে।
    তাপের প্রভাবে পদার্থটির ২টি পরিবর্তন হলো-
    ১. বরফকে তাপ দিলে পানিতে পরিণত হবে।
    ২. আরও তাপ দিলে বাষ্পে পরিণত হবে।






    1. Report
  5. Question:পদার্থ কঠিন অবস্থা ছাড়াও আর কোন দুটি অবস্থায় থাকতে পারে? কঠিন পদার্থের ৪টি বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    পদার্থ কঠিন অবস্থা ছাড়াও তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে।
    কঠিন পদার্থের ৪টি বৈশিষ্ট্য হলো-
    ১. নির্দিষ্ট আকার আছে।
    ২. নির্দিষ্ট আয়তন আছে।
    ৩. নির্দিষ্ট ওজন আছে।
    ৪. স্থান দরখল করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd