1. Question:পানির ১টি প্রাকৃতিক উৎসের নাম লিখ। 

    Answer
    পানির ১টি প্রাকৃতিক উৎস হলো- নদী।






    1. Report
  2. Question:পানির উৎস গুলোকে কত ভাগে ভাগ করা যায়? 

    Answer
    পানির উৎস গুলোকে দু’ভাগে ভাগ করা যায়।






    1. Report
  3. Question:নিরাপদ পানি কাকে বলে? 

    Answer
    যে পানিতে ময়লা, আবর্জনা, রোগজীবাণু থাকেনা তাকে নিরাপদ পানি বলে।






    1. Report
  4. Question:লাল রং করা নলকূপের পানি ব্যবহারের একটি ক্ষতিকর দিক উল্লেখ কর। 

    Answer
    লাল রং করা নলকূপের আর্সেনিক যুক্ত পানি পান বা রান্নার কাজে ব্যবহার করলে চর্মরোগ হতে পারে।






    1. Report
  5. Question:কোন রাসায়নিক উপাদান নলকূপের দূষিত পানিতে মিশে থাকে? 

    Answer
    আর্সেনিক।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd