Question:পানির ১টি প্রাকৃতিক উৎসের নাম লিখ।
Answer
পানির ১টি প্রাকৃতিক উৎস হলো- নদী।
Question:পানির ১টি প্রাকৃতিক উৎসের নাম লিখ।
পানির ১টি প্রাকৃতিক উৎস হলো- নদী।
Question:পানির উৎস গুলোকে কত ভাগে ভাগ করা যায়?
পানির উৎস গুলোকে দু’ভাগে ভাগ করা যায়।
Question:নিরাপদ পানি কাকে বলে?
যে পানিতে ময়লা, আবর্জনা, রোগজীবাণু থাকেনা তাকে নিরাপদ পানি বলে।
Question:লাল রং করা নলকূপের পানি ব্যবহারের একটি ক্ষতিকর দিক উল্লেখ কর।
লাল রং করা নলকূপের আর্সেনিক যুক্ত পানি পান বা রান্নার কাজে ব্যবহার করলে চর্মরোগ হতে পারে।
Question:কোন রাসায়নিক উপাদান নলকূপের দূষিত পানিতে মিশে থাকে?
আর্সেনিক।