1. Question:নিরাপদ পানির ৪টি উৎসের নাম লেখ। নিরাপদ নয় িএমন ৪টি পানির উৎসের নাম লেখ। এ পানি পান করলে ত্বকের কোন রোগটি হতে পারে? 

    Answer
    নিরাপদ পানির ৪টি উৎস হলো-
    ১. নলকূপের পানি
    ২. ফুটানো পানি
    ৩. ফিল্টার করা পানি
    ৪. বোতলে প্রক্রিয়াজাত করা পানি।
    নিরাপদ নয় এমন ৪টি পানির উৎস হলো-
    ১. পুকুরের পানি।
    ২. নদীর পানি।
    ৩. সমুদ্রের পানি।
    ৪. বৃষ্টির পানি।
    এমন অনিরাপদ পানি পান করলে ত্বকের চর্মরোগ হতে পারে।






    1. Report
  2. Question:কোন পানি পান করা নিরাপদ আর কোন পানি পান করার অনিরাপদ? 

    Answer
    নিরাপদ পানি:
    ১. ফুটানো পানি
    ২. ফিল্টার করা পানি
    ৩. বোতল প্রক্রিয়াজাত করা পানি
    ৪. সবুজ রং করা নলকূপের পানি
    অনিরাপদ পানি:
    ১. পুকুরের পানি
    ২. নদীর পানি
    ৩. সমুদ্রের পানি
    ৪. লাল রং করা নলকূপের পানি






    1. Report
  3. Question:দোআঁশ মাটিতে ফসল ভালো জন্মায় কেন? 

    Answer
    দেঁআশ মাটিতে বালু, কাদা এবং হিউমাস থাকে। বালু এবং কাদা থাকার কারণে এ মাটি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে। এ মাটিতে পানি জমে থাকে না। এ সব কারনেই দোআঁশ মাটিতে ফসল ভালো জন্মায়।






    1. Report
  4. Question:বেলে মাটির বৈশিষ্ট্যগুলো কী? 

    Answer
    বেলে মাটির বৈশিষ্ট্যগুলো হলো:
    ১. এ মাটির রং সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের।
    ২. এ মাটির কণাগুলো  এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়।
    ৩. এ মাটি সাধারণত শুকনা এবং দানাময় হয়ে থাকে।
    ৪. এ মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম।






    1. Report
  5. Question:দোআঁশ মাটি ও এঁটেল মাটির মধ্যে দুইটি পার্থক্য লেখ। 

    Answer
    দোআঁশ মাটি ও এঁটেল মাটির মধ্যে দুইটি পার্থক্য হলো-
    দোআঁশ মাটি-
    ১. এ মাটির রং কালো।
    ২. এ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে।
    এঁটেল মাটি-
    এ মাটি সাধারণত লালচে রঙের হয়।
    ২. এ মাটিতে দোআঁশ মাটির মত বালু, কাদা এবং হিউমাস একত্রে থাকে না।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd