Question:কোন মাটিতে ফলন খুব বেশি হয়?
Answer
দোআঁশ মাটিতে।
Question:কোন মাটিতে ফলন খুব বেশি হয়?
দোআঁশ মাটিতে।
Question:উদ্ভিদের ও প্রাণীর মৃতদেহ পচে মাটিতে কোনটি তৈরি করে?
হিউমাস।
Question:ধান কোন মাটিতে ভালো হয়? বেলে মাটিতে সব ফসল ভালো হয় না কেন তা চারটি বাক্যে লেখ।
ধান দোআঁশ মাটিতে ভালো হয়। বেলে মাটিচর কণাগুলো সবচেয়ে বড়। কণাগুলোর ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায়। এ কারণে বেলেমাটিতে সব ফসল হয় না।
Question:এঁটেল মাটির ৫টি বৈশিষ্ট্য লেখ।
এঁটেল মাটির ৫টি বৈশিষ্ট্যগুলো হলো- ১. এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয় । ২. এ মাটির কণা সবচেয়ে ছোট। ৩. এ মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। ৪. এ মাটি পান এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না।
Question:ধান, গম কোন মাটিতে ভালো হয়? এ মাটির চারটি বৈশিষ্ট্য লেখ। যে মাটিতে বালি, কাদা ও হিউমাস থাকে সে মাটির নাম ও রং কী?
ধান, গম সাধারণত দোআঁশ মাটিতে ভালো হয়। দোআঁশ মাটির চারটি বৈশিষ্ট্য হলো- ১. এ মাটির রং কালো। ২. এই মাটির কণাগুলো বিভিন্ন আকারের। ৩. এ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে। ৪. এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না।