Question:বায়ুর চারটি উপাদানের নাম লেখ।।
Answer
বায়ুর চারটি উপাদানের নাম হলো- ১. নাইট্রোজেন, ২. অক্সিজেন, ৩. কার্বন ডাইঅক্সাইড এবং ৪. জলীয় বাষ্প।
Question:বায়ুর চারটি উপাদানের নাম লেখ।।
বায়ুর চারটি উপাদানের নাম হলো- ১. নাইট্রোজেন, ২. অক্সিজেন, ৩. কার্বন ডাইঅক্সাইড এবং ৪. জলীয় বাষ্প।
Question:বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি উপায় লেখ।
বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি উপায় হলো- ১. পায়ে হাটা অথবা সাইকেলে চলাচল করা। ২. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। ৩. গাড়ির কালো ধোঁয়া রোধ করা।
Question:বায়ু কী?
পরিবেশের একটি উপাদান।
Question:সাইকেল ও গাড়ির চাকায় কী ব্যবহার করা হয?
সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয।
Question:আগুন নেভানোর যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়?
কার্বন ডাই অক্সাইড।