1. Question:জীবের বেঁচে থাকার জন্যে বায়ুর কোন উপাদানটি প্রয়োজন? 

    Answer
    জীবের বেঁচে থাকার জন্যে বায়ুর অক্সিজেন প্রয়োজন।






    1. Report
  2. Question:কোনটি হৃদরোগের মূল কারণ? 

    Answer
    দূষিত বায়ু গ্রহণ।






    1. Report
  3. Question:উদ্ভিদের বায়ুর নাইট্রোজেন দরকার হয় কেন? 

    Answer
    উদ্ভিদের বায়ুর নাইট্রোজেন দরকার হয় উদ্ভিদের বৃদ্ধির জন্যে।






    1. Report
  4. Question:কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের কী কাজে লাগে? 

    Answer
    উদ্ভিদের খাদ্য তৈরিতে।






    1. Report
  5. Question:মোমবাতি জ্বালাতে বায়ুর কোন উপাদানটি প্রয়োজন? বায়ুর চারটি ব্যবহার লেখ। 

    Answer
    মোমবাতি জ্বালাতে বায়ুর অক্সিজেন প্রয়োজন।
    বায়ুর চারটি ব্যবহার হলো-
    ১. সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহৃত হয়।
    ২. নৌকার পালে বাতাস ব্যবহার করা হয়।
    ৩. গরম লাগলে মানুষ বায়ুর সাহায্যে শরীর ঠান্ডা করে।
    ৪. উইন্ডমিলের চাকায় বায়ুর প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd