Question:পরিবেশকে কী কী ভাগে ভাগ করা যায়?
Answer
পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়।
Question:পরিবেশকে কী কী ভাগে ভাগ করা যায়?
পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়।
Question:মানুষের তৈরি উপাদান নিয়ে কোন পরিবেশ গঠিত?
মানুষের তৈরি পরিবেশ গঠিত।
Question:মানুষের তৈরি পরিবেশের ২টি উপাদানের নাম লেখ। এ ধরনের পরিবেশের ৩টি প্র্রয়োজনীয়তা লেখ।
মানুষের তৈরি পিরিবেশেল ২টি উপাদান হলো- ঘরবাড়ি ও রাস্তাঘাট। এ ধরনের পরিবেশেল ৩টি প্রয়োজনীয়তা হলো- ১. মানুষ জীবন ধারণের জন্যে এ ধরনের পরিবেশ তৈরি করে। ২. জীবনের মন উন্নত করার জন্যে এ পরিবেশের প্রয়োজনীয়তা আছে। ৩. প্রতিদিনের কাজকে সহজ করার জন্যে এ পরিবেশ মানুষ তৈরি করে।
Question:শাহীনূরের বিয়েতে বাড়ির সামনে নদীর পাশে তৈরি করা হলো কলাগাছের গেট, আলোক সজ্জা। অতিথিকে বসতে দেয়া হলো চেয়ার-টেবিল, বর-কনেকে দেয়া হলো ফুল ও উপাহার। বিয়ের এ উপাদানগুলোকে পরিবেশের কত ধরনের উপাদানে ভাগ করা যায়? এদরেকে পরিবেশের উপাদানে আলাদা কর।
বিয়ের এ উপাদানগুলোকে পরিবেশেল ২ ধরনের উপাদানে ভাগ করা যায়। এদেরকে নিম্নরূপে পরিবেশেল ২ উপাদানে আলাদা করা হলো- প্রাকৃতিক পরিবেশের উপাদান: নদী, ফুল, অতিথি, বর, কনে। মানুষেল তৈরি পরিবেশের উপাদান: চেয়ার-টেবিল, বাড়ি, কলা গাছের গেট, আলোকসজ্জা।
Question:পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এ ভাগ দুটির নাম লেখ। রাস্তাঘাট ও নদী দুটি ভিন্ন পরিবেশের উপাদান। এ দুটি উপাদানের ৩টি পার্থক্য লিখ।
পরিবেশের উপাদানগুলোর দুটি ভাগ হলো- প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। রাস্তাঘাট ও নদী হলো পরিবেশের দুটি ভিন্ন উপাদান। এদের মধ্যে ৩টি পার্থক্য হলো- রাস্তাঘাট: ১. এটি মানুষের তৈরি পরিবেশের উপাদান। ২. এটি মানুষ তৈরি করতে পারে। ৩. এই উপাদানটি তৈরিতে মানুষের ভূমিকা বেশি। নদী: ১. এটি প্র্রাকৃতিক পরিবেশের উপাদান। ২. এটি মানুষ তৈরি করতে পারে না। ৩. এই উপাদানটি তৈরিতে মানুষের কোনো ভূমিকা নেই।