Question:কলম দিয়ে লেখা- এটা কোন প্রযুক্তি?
Answer
শিক্ষা প্রযুক্তি।
Question:কলম দিয়ে লেখা- এটা কোন প্রযুক্তি?
শিক্ষা প্রযুক্তি।
Question:মুদ্রণযন্ত্র দ্বারা কোন কাজটি করা হয়?
যে সব উপকরণ শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই শিক্ষা প্রযুক্তি।
Question:মুদ্রণযন্ত্র দ্বারা কোন কাজটি করা হয?
ছাপার কাজ।
Question:যাতায়াত প্রযুক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায়? যাতায়াত ক্ষেত্রে ২টি আধুনিক প্রযুক্তির নাম লেখ।
যাতায়াত প্রযুক্তিকে তিনটি ভাগে ভাগ করা যায়। যাতায়াত ক্ষেত্রে ২টি প্রাচীন প্রযুক্তি: ১. পালতোলা প্রাচীন; ২. ভেলা। যাতায়াত ক্ষেত্রে ২টি আধুনিক প্রযুক্তি: ১. হেলিকপ্টার; ২. মহাকাশযান।
Question:ইঞ্জিন আবিষ্কার মানুষের জীবনকে যেভাবে সহজ করেছে তা পাঁচটি বাক্যে লেখ।
ইঞ্জিন আবিষ্কারের ফলে মোটরগাড়ি ও দ্রুতযান তৈরি হয়। এগুলো অল্প সময়ে অনেক দূরে যেতে পারে। আগে পালতোলা নৌকা বা ঘোড়ার গাড়ি দিয়ে দূরে যেতে বেশি সময় লাগত। এখন তা খুব অল্প সময়ে সম্ভব। এভাবেই ইঞ্জিন আবিষ্কার মানুষের জীবনকে সহজ করেছে।