1. Question:তোমাদের বাড়িতে বিদ্যুৎ লাইন এসেছে। এই শক্তিকে তুমি যে সকল কাজে ব্যবহার করবে তার পাঁচটি কাজ উল্লেখ কর। 

    Answer
    বিদ্যুৎ শক্তিকে কে আমি নিম্নের ৫টি কাজে ব্যবহার করবো-
    ১. বৈদ্যুতিক বাতি জ্বালাতে।
    ২. ফ্যান চালাতে।
    ৩. টিভি চালাতে।
    ৪. কম্পিউটার চালাতে।
    ৫. মোবাইল চার্জ দিতে।






    1. Report
  2. Question:শক্তি কী? শক্তির ৪টি কাজ উল্লেখ কর। 

    Answer
    কোন কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি। শক্তির ৪টি কাজ হলো-
    ১. কোন জিনিসের স্থান পরিবর্তন করা
    ২. শব্দ সৃষ্টি করা।
    ৩. আলো সৃষ্টি করা
    ৪. তাপ সৃষ্টি করা।






    1. Report
  3. Question:বৈদ্যুতিক বাতি জ্বালাতে কোন শক্তি ব্যবহার করা হয়? সেই শক্তি দ্বারা চালানো যেতে পারে এমন আরও চারটি যন্ত্রে নাম লেখ। 

    Answer
    বৈদ্যুতিক বাতি জ্বালাতে বিদ্যুৎ করা হয়। 
    বিদ্যুৎ শক্তি দ্বারা চালিত চারটি যন্ত্রে নাম লেখ:
    ১. টেলিভিশন
    ২. কম্পিউটার
    ৩. রেফ্রিজারেটর
    ৪. বৈদ্যুতিক পাখা।






    1. Report
  4. Question:তোমার বাবা নতুন ইস্ত্রি কিনে এনেছে। কোন শক্তি ব্যবহার করে এটি চলে? এতে কোন শক্তি উৎপন্ন হয়? উৎপন্ন শক্তির ৩টি ব্যবহার লেখ। 

    Answer
    বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ইস্ত্রি চলে এবং এতে তাপ শক্তি উৎপন্ন হয়। তাপ শক্তির ৩টি ব্যবহার হলো-
    ১. খাবার রান্না করতে।
    ২. কাপড় শুকাতে।
    ৩. নিজেদেরকে গরম রাখতে।






    1. Report
  5. Question:প্রযুক্তি কী ব্যাখ্যা কর 

    Answer
    প্রযুক্তি হলো কোনো পদ্ধতি বা যন্ত্র বা হাতিয়ার যা আমাদের জীবনকে সহজ করে। যেমন- লেখার সময় আমরা কলম বা পেনসিল ব্যবহার করি, সাইকেল ব্যবহার করে যাতায়াত করি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd