1. Question:ঋতুর জ্বলন্ত মোমবাতির নিকট হাত নেওয়ায় গরম অনুভব করল। এতে কোন প্রকার শক্তি উৎপন্ন হলো? এ প্রকার শক্তির আরও দুটি উৎস ও দুটি ব্যবহার উল্লেখ কর। 

    Answer
    তাপ শক্তি উৎপন্ন হলো। তাপশক্তির দুটি উৎস :
    ১. বিদ্যুৎ, ২. সূর্য।
    তাপশক্তির দুটি ব্যবহার-
    ১. খাবার রান্নায়
    ২. কাপড় শুকাতে।






    1. Report
  2. Question:আলোর প্রধান উৎস কোনটি? আলোক শক্তির চারটি ব্যবহার লেখ। 

    Answer
    আলোর প্রধান উৎস হলো সূর্য। আলোক শক্তির চারটি ব্যবহার হলো-
    ১. আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই।
    ২. ঘর আলোকিত করতে আলোক শক্তি  ব্যবহার করি।
    ৩. আলোক শক্তি ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে।
    ৪. উদ্ভিদ জন্মাতেও আলোক শক্তির প্রয়োজন।






    1. Report
  3. Question:আমাদের দৈনন্দিন জীবনে তাপশক্তির চারটি ব্যবহার লেখ। তাপ ও আলো সৃষ্টি করে এমন একটি উদাহরণ লেখ। 

    Answer
    দৈনন্দিন জীবনে তাপ শক্তির চারটি ব্যবহার হলো-
    ১. খাবার রান্না করতে।
    ২. কাপড় শুকাতে।
    ৩. নিজেদের গরম রাখতে।
    ৪. কাপড় ইস্ত্রি করতে।
    তাপ ও আলো সৃষ্টি করে এমন একটি উদাহরণ হলো-
    মোমবাতি






    1. Report
  4. Question:কোন শক্তি ব্যবহার করে ট্রেন ও জাহাজ চলে? শক্তির প্রধান চারটি কাজ লেখ। 

    Answer
    বাষ্পের শক্তি ব্যবহার করে ট্রেন ও জাহাজ চলে। শক্তির প্রধান চারটি কাজ হলো-
    ১. কোনো জিনিসের স্থান পরিবর্তন করা।
    ২. শব্দ সৃষ্টি করা।
    ৩. আলো সৃষ্টি করা।
    ৪. তাপ সৃষ্টি করা।






    1. Report
  5. Question:আলো প্রধান উৎস কী? সূর্যের আলোর ২টি ব্যবহার লেখ। আলো দেয় এমন আরও ২টি উৎসের নাম লেখ। 

    Answer
    সূর্য আলোক শক্তির প্রধান উৎস। সূর্যের আলো ২টি ব্যবহার হলো-
    ১. উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি  করে।
    ২. সূর্যের আলো ছাড়া ফসলী উদ্ভিদ ফলে না।
    আলো দেয় আরো ২টি উৎস হল-
    ১. আগুন
    ২. বৈদ্যুতিক বাতি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd