Question:ঋতুর জ্বলন্ত মোমবাতির নিকট হাত নেওয়ায় গরম অনুভব করল। এতে কোন প্রকার শক্তি উৎপন্ন হলো? এ প্রকার শক্তির আরও দুটি উৎস ও দুটি ব্যবহার উল্লেখ কর।
Answer
তাপ শক্তি উৎপন্ন হলো। তাপশক্তির দুটি উৎস : ১. বিদ্যুৎ, ২. সূর্য। তাপশক্তির দুটি ব্যবহার- ১. খাবার রান্নায় ২. কাপড় শুকাতে।