1. Question:রেলগাড়ি চলার সময় শক্তি কোথা থেকে পায়? 

    Answer
    রেলগাড়ি চলার সময় শক্তি তাপশক্তি হতে পায়।






    1. Report
  2. Question:বিদ্যুৎ শক্তির ১টি উৎসের নাম লিখ। 

    Answer
    বিদ্যুৎ শক্তির ১টি উৎসের নাম হলো: নদীর পানি প্রবাহ।






    1. Report
  3. Question:বাষ্প চালিত ইঞ্জিনে কোন শক্তি ব্যবহৃত হয়? 

    Answer
    বাষ্প চালিত ইঞ্জিনে তাপশক্তি ব্যবহৃত হয়।






    1. Report
  4. Question:সৌর বিদ্যুৎ কাকে বলে? 

    Answer
    সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে সৌর বিদ্যুৎ বলে।






    1. Report
  5. Question:কোনো কিছু করার সামর্থ্যকে কী বলে? তাপের শক্তিশালী উৎস কোনটি? তিন ধলনের শক্তির ১টি করে ব্যবহার উল্লেখ কর। 

    Answer
    কোন কিছু করার সামর্থ্যকে শক্তি বলে।
    সূর্য তাপের শক্তিশালী উৎস।
    তিন ধরনের শক্তির ১টি করে ব্যবহার হলো-
    ১. আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই।
    ২. বিদ্যুৎ ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতি চালাতে পারি।
    ৩. খাবার রান্নায় তাপশক্তি ব্যবহার করি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd