1. Question:তুমি দরজার হাতল ধরলে। এত করে তুমি রোগজীবাণু গ্রহণ করলে। এভাবে ছড়িয়ে পড়ার আরও ২টি উপায় লেখ। এ জীবাণু রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কী? 

    Answer
    রোগ জীবাণু এভাবে ছড়িয়ে পড়ার আরও দুটি উপায় হলো- ১. হাঁচ-কাশির মাধ্যমে বাতাসে জীবাণু ছড়ায়। ২. পোকামাকড়ের মাধ্যমেও রোগজীবাণু ছড়ায়। আমার হতে পারে এমন ২টি রোদের নাম হলো-
    ১. ডায়রিয়া, ২. আমাশয়।
    রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো্ উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা।






    1. Report
  2. Question:তুমি শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কোন ৩টি কাজ করবে? কোন দুটি কাজের আগেহাত ধোবে? 

    Answer
    শরীর পরিষ্কা্র পরিচ্ছন্ন রাখার জন্য--
    ১. রোজ পরিষ্কার পানিতে গোসল করব।
    ২. খাওয়ার পর দাঁত ব্রাশ করব।
    ৩. নিয়মিত পরিষ্কার জামাকাপড় পরব।
    আমি খাবার তৈরির ও খাবার খাওয়ার আগে হাত ধোব।






    1. Report
  3. Question:শক্তি কী কী করতে পারে তার একটি তালিকা তৈরি কর। 

    Answer
    শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে। নিচে এর একটি তালিকা দেওয়া হলো-
    ১. কোনো জিনিসের স্থান পরিবর্তন করতে পারে।
    ২. শব্দ সৃষ্টি করতে পারে।
    ৩. আলো সৃষ্টি করতে পারে।
    ৪. তাপ সৃষ্টি করতে পারে।






    1. Report
  4. Question:বিভিন্ন প্রকার শক্তির নাম লেখ। 

    Answer
    বিভিন্ন প্রকারে শক্তি নাম হলো- আলো, বিদ্যুৎ, তাপ ইত্যাদি।






    1. Report
  5. Question:আলোক শক্তি আমাদের কী কী কাজে লাগে? 

    Answer
    আলোক শক্তি আমাদের নিচের কাজগুলোতে লাগে-
    ১. আলোক শক্তির সহায্যে সবকিছু দেখতে।
    ২. ঘরবাড়ি আলোকিত করতে।
    ৩. ফসল উৎপাদনে উদ্ভিদ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd