Question:নিরাপদ পানির একটি উৎস লেখ। এ পানি ব্যবহারের প্রয়োজনীয়তা চারটি বাক্যে লেখ।
Answer
নিরাপদ পানির একটি উৎস হল গভীর নলকূপের পানি। রোগ থেকে বাঁচার জন্য আমাদরে নিরাপদ পানি ব্যবহার করা প্রয়োজন। কেননা দূষিত পানি রোগ সৃষ্টি করে। অন্যদিকে নিরাপদ পানি দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে।