1. Question:দাঁত ব্রাশ করতে হবে কখন? 

    Answer
    খাওয়ার পর।






    1. Report
  2. Question:আমাদের সুস্থ থাকার পাঁচটি উপায় লেখ। 

    Answer
    আমাদের সুস্থ থাকার পাঁচটি উপায় হলো-
    ১. সুষম খাদ্য গ্রহণ করা।
    ২. পরিমিত ব্যায়াম করা।
    ৩. প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুম নেয়া।
    ৪. নিরাপদ পানি পান করা।
    ৫. শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।






    1. Report
  3. Question:তিনটি রোগের নাম লেখ। রোগ প্রতিরোধ পরিবেশ পরিচ্ছন্ন রাখার দুটি উপায় লেখ। 

    Answer
    তিনটি রোগের নাম- ১. আমাশয়, ২. বসন্ত, ৩. কলেরা।
    পরিবেশ পরিচ্ছন্ন রাখার দুটি উপায়-
    ১. ময়লা আবর্জনা ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলা।
    ২. সাবান ও পানি দিয়ে জিনিসপত্র নিয়মিত ধোয়া বা মোছা।






    1. Report
  4. Question:রোগ জীবাণু ছড়ানোর দুটি মাধ্যম উল্লেখ কর। রোগজীবাণু ছড়ানো বন্ধে শরীরের তিনটি বিশেষ যত্ন লেখ। 

    Answer
    রোগ জীবাণু ছড়ানোর দুটি মাধ্যম হলো-
    ১. রোগে আক্রান্ত ব্যক্তি।
    ২. পোকা-মাকড়।
    শরীরের তিনটি বিশেষ যত্ন-
    ১. দাঁত ব্রাশ করা, ২. গোসল করা, ৩. হাতের নখ কাটা।






    1. Report
  5. Question:শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাঁচটি উপায় লেখ। 

    Answer
    শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাঁচটি উপায় হলো-
    ১. খাওয়ার পর দঁাত ব্রাশ করা।
    ২. রোজ সাবান  ও পরিষ্কার পানি দিয়ে গোসল করা।
    ৩.নিয়মিত জামাকাপড় পরিষ্কার রাখা।
    ৪. ত্বক, চুল, নখ নিয়মিত পরিষ্কার রাখা
    ৫. চোখ ও কানের যত্ন নেয়া।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd