Question:বৃষ্টিপাতের সাথে আর্দতার কি সম্পর্ক রয়েছে?
Answer
বৃষ্টিপাতের সাথে আর্দ্রতার সম্পর্ক রয়েছে। আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে জলীয়বাষ্প বাড়লে বৃষ্টিপাতের পরিমাণও বাড়ে। আবার, জলীয়বাষ্প কমলে বৃষ্পিপাতের পরিমাণও বাড়ে। আবার, জলীয়বাষ্প কমলে বৃষ্পিপাতের পরিমাণও কমে। ঢাকার মাসিক গড় বৃষ্টপাত ও আর্দ্রতা লক্ষা করলে দেখা যায় যে, বর্ষাকাল অর্থাৎ জুন হতে আগষ্ট মাসে মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ। কিন্তু শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রয়ারী মাসে বর্ষাকালের ও আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন।