জলবায়ুর পরিবর্তন



  1. Question:বৈশ্বিক উষ্ণায়ন কী? 

    Answer
    পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন।






    1. Report
  2. Question:বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী? 

    Answer
    বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ গ্রিন হাউজ প্রভাব।






    1. Report
  3. Question:বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দাও। 

    Answer
    বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো ঘন ঘন ঘূর্ণিঝড় হওয়া।






    1. Report
  4. Question:পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কী কী? 

    Answer
    পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাগুলো হলো- ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা, খরা, টর্নেডো, নদীভাঙ্গন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ।






    1. Report
  5. Question:গ্রিন হাউজের ভিতরের পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা কর। 

    Answer
    শীত প্রধান দেশে শাকসবজি চাষের জন্য গ্রিন হাউজ তৈরি করা হয়। কাঁচ বা প্লাস্টিকের ঘর বানিয়ে সেখানে সূর্যের তাপ ধরে রাখা হয়। কাঁচের বা প্লাস্টিকের এ ধরনের ঘরগুলোতে সূর্যের আলো প্রবেশ করে ঘরকে উষ্ণ করে। কিন্তু এই তাপ কাচ বা প্লাস্টিক ভেদ করে বের হতে পারে না। ফলে গ্রিন হাউজ তাড়াতাড়ি গরম হয় এবং তাপ গ্রিন হাউজের ভেতরে থেকে যায়। তাই গ্রিন হাউজের ভেতরের পরিবেশ সবসময় গরম থাকে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd