জীব ও আমাদের পরিবেশ



  1. Question:রনি বাগানে হাটার সময় দেখলো পোকা ঘাস খাচ্ছে, বাগানের ব্যাঙ আবার পোকা খাচ্ছে, এখানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের প্রক্রিয়াকে কী বলে? এরূপ শক্তি প্রবাহ প্রক্রিয়ার একটি উদাহরণ দাও। এই প্রক্রিয়া একত্রিত হয়ে কী তৈরি করে? 

    Answer
    পোকামাকড় ঘাস খেয়ে বাঁচে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায়। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্যশৃঙ্খল। নিচে খাদ্যশৃঙ্খলের উদাহরণ দেওয়া হলো-
    ১. মানুষ তার শ্বাসকার্য সম্পাদনের জন্য বায়ুতে বিদ্যমান অক্সিজেন ব্যবহার করে।
    ২. মানুষকে বেঁচে থাকার জন্য পানি পান করতে হয়।
    ৩. মানুষের বেঁচে থাকার জন্য পুষ্টি ও খাবার প্রয়োজন।
    ৪. মানুষ ফসল ফলায় ও বাসস্থান নির্মাণ করে যার জন্য মাটির প্রয়োজন।
    ৫. এছাড়া মানুষের জীবনযাপনের বিভিন্ন পর্যায়ে বাসস্থান আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইতাদির প্রয়োজন হয় যা সাধারণত জড়বস্তু।






    1. Report
  2. Question:পরিবেশ সংরক্ষণের একটি উপায় লেখ। উদ্ভিদের বেঁচে থাকার জন্য কেন মাটি, বায়ু ও পানি প্রয়োজন তা চারটি বাক্যে লেখ। 

    Answer
    পরিবেশ সংরক্ষণের একটি উপায় হচ্ছে বেশি করে গাছ লাগানো। উদ্ভিদের বেঁচে থাকার জন্য মাটি, বায়ু ও পানির প্রয়োজনীয়তা নিম্নরূপ :
    ১. উদ্ভিদ মাটিতে জন্মে এবং মাটি থেকে পুষ্টি উপাদান পায়।
    ২. উদ্ভিদ পানির সাহায্যে ছাড়া খাদ্য তৈরি করতে পারে না।
    ৩. উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে।
    ৪. উদ্ভিদ তার শ্বসন কাজে বায়ুর অক্সিজেন ব্যবহার করে।






    1. Report
  3. Question:উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা পাঁচটি বাক্যে বর্ণনা কর। 

    Answer
    উদ্ভিদ প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা পাঁচটি বাক্যে নিচে বর্ণনা করা হলো-
    ১. সকল প্রাণী উদ্ভিদ হতে খাদ্য গ্রহণ করে।
    ২. উদ্ভিদ কার্বন-ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। অন্যদিকে প্রাণী উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে।
    ৩. বিভিন্ন প্রাণী যেমন: পাখি, মৌমাছি ইত্যাদি উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে।
    ৪. উদ্ভিদকে অনেক প্রাণী আবাসস্থল হিসেবেও ব্যবহার করে।
    ৫. প্রাণীর মলমূত্র, দেহ বিশেষ ইত্যাদি পরিবেশের উপাদান মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে।






    1. Report
  4. Question:মাটির সাথে উদ্ভদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করে প্রতিক্ষেত্রে একটি করে মোট পাঁচটি খাদ্যশৃঙ্খল তৈরি কর। 

    Answer
    মাটির সাথে উদ্ভদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করে প্রতিক্ষেত্রে একটি করা পাঁচটি খাদ্যশৃঙ্খল হলো-
    ১. খাদ্যশৃঙ্খল-১: মাটি `=>` ভুট্টা `=>` মানুষ।
    ২. খাদ্যশৃঙ্খল-2: মাটি `=>` ঘাস `=>` ঘাসফড়িং `=>` ব্যাঙ `=>` সাপ।
    ৩. খাদ্যশৃঙ্খল-৩: মাটি `=>` গম `=>` ইঁদুর `=>` সাপ `=>` ঈগল।
    ৪. খাদ্যশৃঙ্খল-৪: মাটি `=>` ঘাস `=>` গরু `=>` মানুষ।
    ৫. খাদ্যশৃঙ্খল-৫: মাটি `=>` ধান `=>` মুরগি `=>` মানুষ।






    1. Report
  5. Question:খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যকার মিল ও অমিল ৫টি বাক্যে আলোচনা কর। 

    Answer
    নিচে খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যকার মিল ও অমিল পাঁচটি বাক্যে আলোচনা করা হলো-
    ১. খাদ্যশৃঙ্খল হলো খাদ্য ও খাদকের সম্পর্ক অন্যদিকে খাদ্যজাল হলো অনেকগুলো খাদ্যশৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক।
    ২. একটি পরিবেশে একাধিক খাদ্যশৃঙ্খল থাকলেও একটি মাত্র খাদ্যজাল থাকে।
    ৩. খাদ্যজাল খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়, কিন্তু খাদ্যশৃঙ্খল খাদ্যজালের অংশ।
    ৪. খাদ্যশৃ্ঙ্খলে দুই বা ততোধিক নির্ধিষ্ট খাদক থাকলেও খাদ্যজালে অসংখ্য খাদক থাকে।
    ৫. খাদ্যশৃঙ্খলের খাদ্য নির্দিষ্ট ও সীমিত কিন্তু খাদ্যজালে বহুসংখ্যক খাদ্য থাকে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd