পদার্থ ও শক্তি



  1. Question:তাপ সঞ্চালন কী? 

    Answer
    উচ্চ তাপমাত্রায় স্থান থেকে নিম্ন  তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন।






    1. Report
  2. Question:তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি কাকে বলে? 

    Answer
    যে পদ্ধতিতে কোনো বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে তাপ সঞ্চালিত হয়, তাকে পরিবহন পদ্ধতি বলে।






    1. Report
  3. Question:বিকিরণ কী? 

    Answer
    যে প্রক্রিয়ায় তাপ কোনো মাধ্যম ছাড়াই এক স্থান হতে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাকে বিকিরণ বলে।






    1. Report
  4. Question:পানির কয়টি অবস্থা? 

    Answer
    পানির তিনটি অবস্থা। যথা- ১. কঠিন; ২. তরল ও ৩. বায়বীয়।






    1. Report
  5. Question:পদার্থ বলতে কী বুঝায়? শক্তির অপচয় ঘটে এমন ঘটনার তিনটি উদাহরণ দাও। 

    Answer
    যার ওজন আছে, যা স্থান দখল করে ও বল প্রয়োগ করলে বাধা দেয় তাই পদার্থ। পদার্থ নানা করম হতে পারে। যেমন- মাটি, পানি, বাতাস ইত্যাদি। পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় থাকতে পারে।
    আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ করে থাকি যাতে করে শক্তির অপচয় হয়। যেমন-
    ১. অনেক সময় অপ্রয়োজনে ঘরের বৈদ্যুতিক বাতি, পাখা এগুলো চালিয়ে রাখি। এতে করে বিদ্যুৎ শক্তির অপচয় ঘটে।
    ২. অপ্রয়োজনে অগ্রসরে চুলা জ্বালিয়ে রাখার কারণে দেশের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে।
    ৩. আমাদের দেশে যানজটের কারণে প্রতিদিন প্রচুর তেল ও গ্যাস অপচয় হচ্ছে এবং এক্ষেত্রে অনেক যান্ত্রিক শক্তিরও অপচয় ঘটছে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd