প্রাকৃতিক সম্পদ



  1. Question:মানবসৃষ্ট সম্পদের ৫টি উদাহরণ দাও। 

    Answer
    মানবসৃষ্ট সম্পদের ৫টি উদাহরণ হলো-
    ১. কাগজ, ২. প্লাস্টিক, ৩. কাচ, ৪. বিদ্যুৎ, ৫. ঘরবাড়ি ইত্যাদি।






    1. Report
  2. Question:অনবায়নযোগ্য সম্পদের ৩টি বিকল্প সম্পদের উদাহরণ দাও। 

    Answer
    অনবায়নযোগ্য সম্পদ একবার ব্যবহার করলে তা আর ফিরে পাওয়া যায় না। তাই এর বিকল্প ৩টি উদাহরণ হলো- ১. সূর্যের আলো, ২. বায়ুপ্রবাহ, ৩. পানির স্রোত।






    1. Report
  3. Question:আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি? 

    Answer
    আমরা  শক্তির ব্যবহার কমিয়ে, বস্তুর পুনঃব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি।






    1. Report
  4. Question:মানবসৃষ্ট সম্পদ কী? 

    Answer
    মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যে সম্পদ তৈরি করে তাকে মানবসৃষ্ট সম্পদ বলে।






    1. Report
  5. Question:মানবসৃষ্ট সম্পদ কোথা থেকে আসে? 

    Answer
    মানব সৃষ্ট সম্পদ প্রাকৃতিক হতে আসে। যেমন- গাছপালা ব্যবহার করে মানুষ কাগজ সৃষ্টি করে। এই কাগজ একটি মানবসৃষ্ট সম্পদ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd