বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? 

    Answer
    কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করা যায়।






    1. Report
  2. Question:তথ্য কেন গুরুত্বপূর্ণ? 

    Answer
    তথ্য আমাদের জ্ঞান ভান্ডারকে আরও বৃদ্ধি করে, নতুন কিছু শিখতে ও কী করতে হবে যে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ।






    1. Report
  3. Question:ইন্টারনট কী? 

    Answer
    ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। যার মাধ্যমে মুহুর্তেই সকল স্থানের খবরাখবর জানা যায়।






    1. Report
  4. Question:বাংলাদেশে ব্যবহৃত তিনটি "Search engine" এর নাম লেখ। 

    Answer
    বাংলাদেশে ব্যবহৃত তিনটি "Search engine" হলো-
    গুগল (google) ইয়াহু (yahoo) ও পিপীলিকা (pipilika)।






    1. Report
  5. Question:“বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে” এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে। এখন তুমি কী করবে? 

    Answer
    “বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে” এই তথ্যটি যদি আমি টেলিভিশনের মাধ্যমে জানতে পারি তাহলে অবশ্যই আমি তা যতদূর সম্ভব সকলকে জানাবো। অর্থাৎ আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারি তাহলে অবশ্যিই আমি তা যতদূর সম্ভব সকলকে জানাবো। অর্থাৎ আমরা টেলিভিশনের মাধ্যমে পাওয়া তথ্যটি আমি বিনিময় করব। আমরা জানা তথ্যটি বিনিময়ের জন্য আমি বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিতে পারি। যেমন- টেলিফোনের মাধ্যমে, নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জানাতে পারি, খুদে বার্তা (এস.এমএস), ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন- ফেসবুক বা টুইটার ব্যবহার করে, ইন্টারনেটের মাধ্যমেও সকলকে সতর্ক করতে পারি। ঘূর্ণঝড়ে তথ্যটি যতি অন্যান্য মানুষদের জানাতে পারি তবে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাসের ব্যবস্থা নিবে। ফলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd