Question:বাংলাদেশে দুইটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ।
Answer
বাংলাদেশে দুইটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো- ১. ঘূর্ণিঝড় ও ২. কালবৈশাখী।
Question:বাংলাদেশে দুইটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ।
বাংলাদেশে দুইটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো- ১. ঘূর্ণিঝড় ও ২. কালবৈশাখী।
Question:নিম্ন চাপ কী?
কোনো স্থানের তাপমাত্রা বেশি হলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুচাপ কমে যায়। একে নিম্নচাপ বলে।
Question:আবহাওয়া পরিবর্তনের একটি নিয়ামকের নাম লেখ।
আবহাওয়া পরিবর্তনের একটি নিয়ামক হলো- বায়ু প্রবাহ।
Question:জলবায়ু কী?
কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু।
Question:মৌসুমী বায়ুপ্রবাহ কীভাবে সৃষ্টি হয়?
স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার বিপরীত অবস্থার জন্য বায়ুর উচ্চচাপ সৃষ্টি করে। এর ফলেই মৌসুমী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।