1. Question:৬. রাতুল তার স্ত্রীকে নিয়ে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেন। কারন তার স্ত্রীর শরীরে কিছু দাগ দেখা দিয়েছে। ডাক্তার তাকে পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় ঔষধ দিলেন। পাশাপাশি ত্বকের গুরুত্ব ব্যাখ্যা করে এর যত্ন নিতে বললেন। ক. নাসারন্ধ্র কাকে বলে? খ. কানের যত্নে কী কী করতে হয়? গ. ডাক্তারের বর্ণিত অঙ্গটির সাধারণ কাজ বর্ণনা কর। ঘ. উক্ত রোগটি থেকে পরিত্রাণ পাবার জন্য রাতুলের স্ত্রী কী করা উচিত? তোমার মতামত বিশ্লেষন কর। 

    Answer
    ক. নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতর ঢোকে তাকে নাসারন্ধ্র বলে।
    
        খ. কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে, তা হলো-
    
             i. নিয়মিত কান পরিষ্কার করা।
    
             ii. গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকা।
    
             iii. কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া।
    
             iv. উচ্চ শব্দে গান না শোনা।
    
        গ. ডাক্তারের বর্ণিত অঙ্গটি ছিল ত্বক। নিচে ত্বকের সাধারন কাজ উল্লেখ করা হলো-
    
           i. ত্বক দেহের ভেতরের কোমল অংশকে বাইরের আঘাত, ঠান্ডা, গরম, রোদ ইত্যাদি থেকে রক্ষা করে।
    
           ii. দেহে রোগজীবাণু ঢুকতে বাধা দেয়।
    
           iii. ঘাম বের করে দিয়ে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখে।
    
           iv. দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়।
    
           v. সূর্য রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
    
           vi. দেহে তাপের সমতা রক্ষা করে।
    
           vii. সূর্য রশ্মি থেকে দেহকে রক্ষা করা
    
        ঘ. রাতুলের স্ত্রীর শরীরে যে দাগ দেখা দেয়েছিল সেগুলো ছিল ত্বকের চর্মরোগ। উক্ত রোগ থেকে পরিত্রান 
    
          পাবার জন্য তার যা করা প্রয়োজন -
    
          i. নিয়মিত গোসল করা ও পরিচ্ছন্ন থাকা। নিয়মিত গোসল করলে ত্বক বা চামড়ার সংক্রামণ, খুশকি, 
    
              চুলকানি ইত্যাদি সমস্যা এড়ানো যায়।
    
          ii. অন্যের ব্যবহার করা তোয়ালে ব্যবহার পরিত্যাগ করা। দুই একদিন পরপর নিজের ব্যবহৃত তোয়ালে বা গামছা 
    
              গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করা।
    
          iii. ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মলম ব্যবহার না করা।
    
          iv. এছাড়া যৌন রোগের কারনে ত্বক সংক্রামিত হতে পারে। এজন্য স্বাস্থবিধি সম্মত নির্মল জীবন যাপন করা।
    
              উপরিউক্ত নিয়মগুলো মেনে চললে তিনি উক্ত রোগ হতে পরিত্রাণ পেতে পারেন।






    1. Report
  2. Question:৭. অক্ষিগোলক ক. একটি সংবেদি অঙ্গের নাম লেখ। খ. অক্ষিগোলক বলতে কী বোঝ? গ. চিত্রের ‘b’ অংশটির বর্ণনা দাও। ঘ. উদ্দীপকের অঙ্গটির যত্ন নেওয়ার উপায় বিশ্লেষণ কর। 

    Answer
    ক. কান।
    
         খ. অক্ষিগোলক চোখের একটি বিশেষ অঙ্গ যা দেখতে গোলাকার বলের মতো। এতে তিনটি 
    
           স্তর রয়েছে।
    
    
       সুপার টিপস্: প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তরটি
    
        জানা থাকতে হবে-
    
          
         গ. চোখের লেন্সের বর্ণনা দাও।
    
         ঘ. চোখের যত্ন নেওয়ার উপায় বর্ণনা কর।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd