Question:বাধার পাহাড় বলতে কী বোঝানো হয়েছে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও :
Answer
আমাদের চারপাশে শুধু কবাধা। অশিক্ষার বাধা, অজ্ঞানতার বাধা, ভয়ের বাধা, দুর্বলতার বাধা, কুসংস্কারের বাধা। এই বাধা আমাদের সামনে চলার পথকে আটকে দিচ্ছে। এসবের কারণে সুন্দর একটি পৃথিবী গড়া যাচ্ছে না। তাই এই সব বাধাকে বাধার পাহাড় বলা হয়েছে।