Question:তরুণেরা কীভাবে রাঙা প্রভাত আনবে?
Answer
তরুণেরা উষার দুয়ারে আঘাত হেনে রাঙা প্রভাত আনবে।
Question:তরুণেরা কীভাবে রাঙা প্রভাত আনবে?
তরুণেরা উষার দুয়ারে আঘাত হেনে রাঙা প্রভাত আনবে।
Question:তরুণেরা কোন গান গেয়ে মহশ্বশান সজীব করবে?
তরুণেরা নব নবীদের গান গেয়ে মহাশ্মশান সজীব করবে।
Question:কবি কাদেরকে চলতে বলেছেন?
কবি অরুণ প্রাতের তরুণ দলকে চলতে বলেছেন।
Question:কোন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল।
Question:কী দিয়ে রাইফেল ও জাতীয় পতাকা বানানো হয়েছিল? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও :
শক্ত আর্টবোর্ড দিয়ে রাইফেল ও শক্ত কাগজ দিয়ে জাতীয় পতাকা বানানো হয়েছিল।