1. Question:ক্রোধ বা রাগ আমাদের জন্য ক্ষতিকর কেন? এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    ক্রোধ বা রাগ আমাদের নানা রকমের ক্ষত করে। এ সম্পকেৃ পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো :
    ১. রাগের ফলে আমরা অনেক সময় ভালোমন্দ জ্ঞান হারিয়ে ফেলি।
    ২. কখনো কখনো রাগের কারণে আত্মীয়স্বজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়।
    ৩. রাগের ফলে পরিবারে অশান্তি দেখা দেয়।
    ৪. অনেক ক্ষেত্রে রাগ মানুষের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
    ৫. রাগি ব্যক্তিকে কেউ পছন্দ করে না।






    1. Report
  2. Question:নিচের কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো : একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা ভাইবোন সকলেরে যেন ভালোবসি, পাঠের সময় যেন নাহি করি হেলা।’ সুখি যেন নাহি হই আর কারও দুখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। 

    Answer
    ভাইবোন সকলেরে যেন ভালোবাসি,
    একসাথে থাকি যেন সবে মিলেমিশি।
    ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা,
    পাঠের সময় যেন নাহি করি হেলা।
    সুখি যেন নাহি হই আর কারও দুখে,
    মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।






    1. Report
  3. Question:নিচের কবিতাংশটুকু কোন কবিতার অংশ? 

    Answer
    কবিতাংশটুকু ‘আমার পণ’ কবিতার অংশ।






    1. Report
  4. Question:নিচের কবিতাটির কবির নাম কী? 

    Answer
    কবিতাটির কবির নাম মদনমোহন তর্কালঙ্কার।






    1. Report
  5. Question:নিচের কবিতাটির প্রথম দুই লাইন লেখো। 

    Answer
    সকালে উঠিয়া আমি মনে মনে বলি
    সারা দিন আমি যেন ভালো হয়ে চলি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd