1. Question:কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়? 

    Answer
    বুলবুলি, দোয়েল, টুনটুনি এবং বাবুইকে ছোট পাখি বলা হয়।






    1. Report
  2. Question:তাঁতি পাখি কোনটি? এদের তাঁতি পাখি বলা হয় কেন? 

    Answer
    বুবুই হেচ্ছ তাঁতি পাখি। বাবুই সরু সরু আঁশ দিয়ে বাসা বোনে। সুন্দরবাসা বুনতে পারে বলে বাবুইকে তাঁতি পাখি বলা হয়।






    1. Report
  3. Question:আমাদের জাতীয় পাখির নাম কী? 

    Answer
    আমাদদের জাতীয় পাখির নাম দোয়েল।






    1. Report
  4. Question:কোকিল কান সময়ে ডাকে? 

    Answer
    কোকিল বসন্তকালে ডাকে।






    1. Report
  5. Question:টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন? 

    Answer
    টুনটুনি চঞ্চল প্রকৃতির পাখি। এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না। এ গাছ থেকে ও গাছে নেচে নেচে ছুটে বেড়ায়। এজন্য টুনটুনি পাখিকে চঞ্চল পাখি বলা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd