1. Question:কোনো কাকের বিপদ ঘটলে অন্য কাকেরা কী করে? 

    Answer
    কোনো কাকের বিপদ ঘটলে অন্য কাকেরা দলে দলে ছুটে আসে। তারপর উঁচু স্বরে ডাকতে থাকে। যেন প্রতিবাদ জানায়।






    1. Report
  2. Question:কোকিল ডিম পাড়ে কোথায়? 

    Answer
    কোকিল ডম পাড়ে কাকে বাসায়।






    1. Report
  3. Question:কোন পাখি সহজে পোষ মানে? 

    Answer
    বুলবুলি পাখি সহজে পোষ মানে।






    1. Report
  4. Question:মাছরাঙা কীভাবে মাছ শিকার করে? 

    Answer
    মাছ শিকারে মাছরাঙা খুবই দক্ষ। এর অনেক উঁচু থেকে পানিতে ঝাঁপ দিয়ে দুই ঠোঁটে মাছ তুলে আনে।






    1. Report
  5. Question:কাকের ঠোঁট কেমন? 

    Answer
    কাকের ঠোঁট খুব শক্ত।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd