Question:গাঁয়ের ঘরগুলো দেখতে কেমন?
Answer
গঁয়ের ঘরগুলো দেখতে ছোট ছোট
Question:গাঁয়ের ঘরগুলো দেখতে কেমন?
গঁয়ের ঘরগুলো দেখতে ছোট ছোট
Question:সেখানে লোকজন কীভাবে থাকে?
গাঁয়ে লোকজন এক সালে মিলেমিশে থাকে।
Question:ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়?
ছেলেমেয়েরা এক সাথে পাঠশালায় যায়।
Question:গ্রামের গাছপালা দেখলে কী মনে হয়?
গ্রামরে গাছপালা দেখে একে অন্যের আত্মীয় বলে মনে হয়।
Question:সকালে গাঁয়ে কী কী ঘটে?
সকালে গাঁয়ে পুব দিকে সোনলি রঙের সূর্য ওঠে। তখন পাখ ডাকে, বাতাস বইতে থাকে আর নানারকম ফুল ফোটে।