Question:কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল?
Answer
পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল।
Question:কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল?
পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল।
Question:বনবাস বলতে কী বোঝায়?
বনবাস বলতে বোঝায়- বনে বাস করার জন্য পাঠানো। বনবাস এক ধরনের শাস্তি।
Question:পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো?
পারুলের সঙ্গে দেখা করতে বনের পশুরা এলো। বনের এসব পশুদের মধ্যে ছিল হরিণ, খরগোশ, ময়ূর।
Question:পারুল রাজ্যে ফিরে আসার কারা খুশি হলো?
পারুল রাজ্যে ফিরে আসায় সবাই খুশি হলো। রানি খুশি হলেন। শিমুল, বকুল তাদের বোনকে ফিরে পেল।
Question:কী না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল?
নুন না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল।