1. Question:‘মনের ভাষা জনের ভাষা’ বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন? 

    Answer
    ‘মনের ভাষা জনের ভাষা’ বলতে কবি বাংলা ভাষাকে বুঝিয়েছেন।






    1. Report
  2. Question:শিমুল বকুল পারুল- এদের পরিচয় কী? 

    Answer
    শিমুল, বকুল ও পারুল- এরা তিনজন রাজকন্যা। রাজার বড় কন্যার নাম শিমুল। মেঝো কন্যার নাম বকুল। আর ছোট কন্যার নাম পারুল।






    1. Report
  3. Question:মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল? 

    Answer
    মেয়েদের কাজে রাজা একটি সহজ প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা ছিল- কে তাঁকে কীরকম ভালোবাসে।






    1. Report
  4. Question:শিমুল বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগল? 

    Answer
    শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার মন খুশিতে ভরে উঠল। মিমুলের উত্তর শুনে রাজা একটু মুচকি হাসলেন। বুকলের উত্তর শুনে রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা।






    1. Report
  5. Question:তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। একথা কে বলেছিল? 

    Answer
    তোমাকে আমি নুনের মতো ভালোবাসি- একথা পারুল বলেছিল। রাজার প্রশ্নের উত্তরে ছোট কন্যা পারুল এরকম উত্তর দিয়েছিল।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd