1. Question:সূর্য ওঠার পূর্বদেশ কোনটি? 

    Answer
    সূর্য ওঠার পূর্বদেশ বাংলাদেশ।






    1. Report
  2. Question:কোন দেশ নদীর দেশ? 

    Answer
    সূর্য দেশ নদীর দেশ।






    1. Report
  3. Question:কে মাতৃভাষা শেখালেন? 

    Answer
    মা মাতৃভাষা শেখালেন।






    1. Report
  4. Question:দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে? 

    Answer
    মা তাঁর স্নেহ, মায়া ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন। দেশও তেমনি আলো-বাতাস, মায়া-মমতা ও সৌন্দর্য দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মা যেমন তাঁর আঁচল দিয়ে সন্তানকে ছায়া দেন, দেশও তেমনি প্রকৃতির আঁচল দিয়ে সন্তানকে ছায়া দেন, দেশও তেমনি প্রকৃতির আছল দিয়ে আমাদের ছায়া দেয়। তাই দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে।






    1. Report
  5. Question:বাঙলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    বাঙলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে পাঁচটি বাক্য :
    ১। বাংলাদেশের প্রকৃতি সবুজে ঘেরা।
    ২। বাংলাদেশে ছয়টি ঋতুতে প্রকৃতি নানা সাজে সেজে ওঠে।
    ৩। অসংখ্য নদী থাকায় এ দেশকে তেরো শত নদীর দেশ বলা হয়।
    ৪। বাংলাদেশের গ্রামীন প্রকৃতি ভারি সুন্দর।
    ৫। এদেশে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত আছে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd