1. Question:“এদেশেতেই জন্ম আমার, এদেশেতেই মরি।” কথাটি বুঝিয়ে লেখো। 

    Answer
    জন্মভূমি আমাদের সকলের খুব প্রিয়। বাংলাদেশ আমাদের জন্মভূমি। আমরা এ দেশের আলো-বাতাসে বড় হয়েছে। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য সবার মন কেড়ে নেয়। বাংলাদেশে সকলে আমরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করি। এদেশ যেন মায়ের মতো। বাংলাদেশ যন তার প্রকৃতির আঁচলের ছায়া দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এজন্য কবি জন্মভূমি অর্থাৎ বাংলাদেশেই জীবনের শেষ দিন কাটাতে চান।






    1. Report
  2. Question:‘আমাদের এই বাংলাদেশ’ কবিতাটি কে লিখেছেন। 

    Answer
    ‘আমাদের এই বাংলাদেশ’ কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক।






    1. Report
  3. Question:ধানের দেশ গানের দেশ বলা হয় কোন দেশকে? 

    Answer
    ধানের দেশ গানের দেশ বলা হয় বাংলাদেশকে।






    1. Report
  4. Question:বাংলাদেশকে কত শত নদীর দেশ বলা হয়েছে? 

    Answer
    বাংলাদেশকে তেরো শত নদীর দেশ বলা হয়েছে।






    1. Report
  5. Question:মায়ের শেখানো মাতৃভাষা কেমন? 

    Answer
    মায়ের শেখানো মাতৃভাষা বেশ মিষ্টি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd