1. Question:২৮, ৩৬, ৫৪, ৭২ এবং ১৪৪ কতগুলো সংখ্যা । ক. ১ম সংখ্যাটির মেীলিক গুণনীয়কগুলো লেখ । ২ খ. মেীলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যাগুলোর ল. সা. গু নির্ণয় কর । ৪ গ. দেখা্ও যে ইউক্লিডীয় পদ্ধতিতে প্রাপ্ত ল. সা. গু মেীলিক গুণনীয়ক পদ্ধতিতে প্রাপ্ত ল. সা. গু এর সমান । ৪ 

    Answer
    ক. `২৮ = ২ xx ২ xx ৭`
    
        :. ২৮ এর মেীলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৭ ।(উত্তর)
    
      খ. এখানে ২৮ এর মেীলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৭ ।
    
        `২৮ = ২ xx ২ xx ৭`
      
        `৩৬ = ২ xx ২ xx ৩ xx ৩`
    
       ` ৫৪ = ২ xx ৩ xx ৩ xx ৩`
    
       ` ৭২ = ২ xx ২ xx ২ xx ৩ xx ৩`
    
       ` ১৪৪ = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩` 
    
         এখানে, ২৮, ৩৬, ৫৪, ৭২, ১৪৪ সংখ্যাগুলোর মেীলিক গুণনীয়কে ২ আছে সর্বোচ্চ চার 
    
         বার ৩ আছে সর্বোচ্চ এক বার । কাজেই ২ চার বার ৩ তিন বার ৭ এক বার নিয়ে 
    
         ধারাবাহিক গুণ করলে পাওয়া যায় ।
    
       `২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ xx ৩ xx ৭`
    
        বা, ৩০২৪; যা প্রদত্ত সংখ্যাগুলোর ল. সা. গু ।
    
        গ. এখন, ইউক্লিডীয় পদ্ধতিতে পাই, 
    
          ২|২৮, ৩৬, ৫৪, ৭২, ১৪৪
            _________________
            ২|১৪, ১৮, ২৭, ৩৬, ৭২
             _________________
             ২|৭, ৯, ২৭, ১৮, ৩৬
               ________________
               ৩|৭, ৯, ২৭, ৯, ১৮
                 _______________
                 ৩|৭, ৩, ৯, ৩, ৬
                   _______________
                     ৭, ১, ৩, ১, ২
    
       :. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ xx ৩ xx ৭`
    
                            = ৩০২৮; যা ‘খ’ এর ল. সা. গু মেীলিক গুণনীয়ক পদ্ধতিতে প্রাপ্ত ল. সা. গু এর সমান ।






    1. Report
  2. Question:একটি লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে: মি ও ৯৬০ সে: মি.। ক. ৬৭২ এর মেীলি গুননীয়কগুলো লেখ । ২ খ. পাত দুইটি থেকে কেটে নেওয়া এক্ই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে ? ৪ গ. প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় কর । ৪ 

    Answer
    ক. `৬৭২ = ২ xx ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৭` ।
    
         :. ৬৭২ এর মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ৩, ৭ (উত্তর)
    
    
       খ. নির্ণেয় একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্যের সাংখি্ক মান হবে
    
         ৬৭২ এবং ৯৬০ এর ল. সা. গু এর সমান । এখানে ৬৭২ এর মেীলিক 
    
         গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২ ৩, ৭ এবং 
    
         এখানে ৯৬০ এর মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ২, ৩, ৫
    
         ৬৭২ এবং ৯৬০ এর সাধারণ মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২, ২, ৩
    
         :. ৬৭২ এবং ৯৬০ এর গ. সা. গু` = ২ xx ২ xx ২ xx ২ xx ২ xx ৩ = ৯৬`
    
         :. একই মাপের সবচেয়ে বড় টুকরার ‍দৈর্ঘ্য  ৯৬ সে. মি.।(উত্তর)
    
        গ. লোহার পাতের টুকরার সংখ্যা ৯৬)৬৭২(৭
                                              ৬৭২
                                           --------
                                              ০
                                          = ৭ টি
       এবং তামার পাতের টুকরার সংখ্যা ৯৬)৯৬০(১০
                                              ৯৬০
                                           -------------
                                                ০
                                            = ১০টি
    
       লোহার পাতের টুকরার সংখ্যা ৭ টি 
    
       তামার পাতের টুকরার সংখ্যা ১০ টি






    1. Report
  3. Question:নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ কর । ১.ক. ২৫ ও ৩৫ 

    Answer
    প্রথম রাশি = ২৫, দ্বিতীয় রাশি = ৩৫
    
             :. প্রথম রাশি : দ্বিতীয় রাশি = ২৫ : ৩৫
    
                                 = ৫ : ৭
    
           [উভয় রাশিকে ৫ দ্বারা ভাগ করতে হবে ]
    
           নির্ণেয় অনুপাত = ৫ : ৭ (উত্তর)






    1. Report
  4. Question:নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ কর । ১.খ. `৭ ১/৩` ও` ৯ ২ /৫` 

    Answer
    প্রথম রাশি `= ৭ ১/৩` বা `(২২)/৩`
    
            দ্বিতীয় রাশি` = ৯ ২/৫` বা `(৪৭)/৫`
    
            :.প্রথম রাশি : দ্বিতীয় রাশি `= (২২)/৩ : (৪৭)/৫`
    
                                = ১১০ : ১৪১
    
             [উভয় রাশিকে ১৫ দ্বারা গুণ করে]
    
             নির্ণেয় অনুপাত = ১১০ : ১৪১ (উত্তর)






    1. Report
  5. Question:নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ কর । ১.গ. ১ বছর ২ মাস ও ৭ মাস 

    Answer
    প্রথম রাশি = ১ বছর ২ মাস
    
               `= (১ xx ১২ xx ২)` মাস = ১৪ মাস
    
           [:. ১ বছর = ১২ মাস]
    
           দ্বিতীয় রাশি = ৭ মাস
    
           :. প্রথম রাশি : দ্বিতীয় রাশি = ১৪ : ৭
    
                                  = ২ : ১
    
           [উভয় রাশিকে ৭ দ্বারা ভাগ করে]
    
           নির্ণেয় অনুপাত = ২ : ১ (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd