1. Question:একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈঘ্য যথাক্রমে ৬৭২ সে: মি. ও ৯৬০ সে: মি. । পাত দুটির থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈঘ্য কত হবে ? প্রতেক্য পাতের টুকরার সংখ্যা নির্ণয় কর । 

    Answer
    প্রদত্ত পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের 
    
      সবচেয়ে বড় টুকরার দৈঘ্য হবে লোহার পাত ও তামার পাতের 
    
      প্রদত্ত দৈঘ্যের নির্ণেয় গ. সা. গু ।
    
      ভাগ প্রক্রিয়ায় ৬৭২ ও ৯৬০ এর গ. সা. গু নির্ণয় করি ।
    
      ৬৭২)৯৬০(১
          ৬৭২
         -------
          ২৮৮)৬৭২(২
                 ৫৭৬
                -------
                  ৯৬)২৮৮(৩
                       ২৮৮
                      -------
                         ০
    
            :. ৬৭২ ও ৯৬০- এর গ. সা.গু = ৯৬
    
           :. নির্ণেয় কেটে নেওয়া পাতের দৈঘ্য ৯৬ সে: মি. ।
    
           :. লোহার পাতের টুকরার সংখ্যা `= ৬৭২/৯৬` টি
    
                                               = ৭ টি
    
          এবং তামার পাতের টুকরার সংখ্যা `= ৯৬০/৯৬` টি
    
                                           = ১০ টি
    
        :. সবচেয়ে বড় টুকরার দৈঘ্য ৯৬ সে: মি. এবং লোহা ও
    
         তামার পাতের টুকরা যথাক্রমে ৭ টি ও ১০ টি । (উত্তর)






    1. Report
  2. Question:১৫৯ টি আম ২২৭ টি জাম এবং ৪০১ টি লিচু সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে ৩টি আম ৬টি জাম ও ১১টি লিচু অবশিষ্ট থাকবে ? 

    Answer
    ১৫৯টি আম, ২২৭টি জাম ও ৪০১টি লিচু সমানভাবে
    
      ভাগ করে দিলে ৩টি আম, ৬টি জাম ও ১১টি লিচু অবশিষ্ট থাকে ।
    
      কিন্তু (১৫৯ - ৩) বা ১৫৬টি আম, (২২৭ - ৬) 
    
      বা ২২১টি জাম ও (৪০১ - ২১) বা ৩৯০টি লিচু ভাগ করে দিলে কোনো ফলই ঝুড়িতে থাকবে না ।
    
      সুতরাং ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ. সা. গু যত বালকের সংখ্যা তত ।
    
        ১৫৬)২২১(১
              ১৫৬
            ---------
               ৬৫)১৫৬(২
                    ১৩০
                   --------
                      ২৬)৬৫(২
                          ৫২
                        --------
                          ১৩)২৬(২
                              ২৬
                           -------------
                               ০
    
        আবার,  ১৩)৩৯০(৩০
                      ৩৯
                   -----------
                       ০
                       ০
                  -----------
                       ০
    
        :. ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ. সা. গু = ১৩
    
        :. নির্ণেয় বালকের সংখ্যা ১৩ জন । (উত্তর)






    1. Report
  3. Question:একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈঘ্য যথাক্রমে ৬৭২ সে: মি. ও ৯৬০ সে: মি. । পাত দুটির থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈঘ্য কত হবে ? প্রতেক্য পাতের টুকরার সংখ্যা নির্ণয় কর । 

    Answer
    প্রদত্ত পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের 
    
       সবচেয়ে বড় টুকরার দৈঘ্য হবে লোহার পাত ও তামার পাতের 
    
       প্রদত্ত দৈঘ্যের নির্ণেয় গ. সা. গু ।
    
       ভাগ প্রক্রিয়ায় ৬৭২ ও ৯৬০ এর গ. সা. গু নির্ণয় করি ।
    
      ৬৭২)৯৬০(১
            ৬৭২
           -------
            ২৮৮)৬৭২(২
                  ৫৭৬
                  -------
                    ৯৬)২৮৮(৩
                         ২৮৮
                       -------
                          ০
    
           :. ৬৭২ ও ৯৬০- এর গ. সা.গু = ৯৬
    
          :. নির্ণেয় কেটে নেওয়া পাতের দৈঘ্য ৯৬ সে: মি. ।
    
           :. লোহার পাতের টুকরার সংখ্যা `= (৬৭২)/(৯৬)` টি
    
                                               = ৭ টি
          এবং তামার পাতের টুকরার সংখ্যা `= (৯৬০)/(৯৬)` টি
    
                                           = ১০ টি
    
        :. সবচেয়ে বড় টুকরার দৈঘ্য ৯৬ সে: মি. এবং লোহা ও তামার পাতের টুকরা 
    
           যথাক্রমে ৭ টি ও ১০ টি । (উত্তর)






    1. Report
  4. Question:চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা নিঃশেষ বিভাজ্য ? 

    Answer
    সমাধান:  প্রদত্ত সংখ্যাগুলোর ল. সা. গু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা 
    
              তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে ।
    
             ২|১২, ১৫, ২০, ৩৫
               ---------------------
              ২|৬, ১৫, ১০, ৩৫
                -------------------
              ৩|৩, ১৫, ৫, ৩৫
                ------------------
               ৫|১, ৫, ৫, ৩৫
                 -----------------
                   ১, ১, ১, ৭
    
          :. ১২, ১৫, ২০, ৩৫ এর ল. সা. গু` = ২ xx ২ xx ৩ xx ৫ xx ৭ = ৪২০`
    
          চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
    
             ৪২০)১০০০(২
                   ৮৪০
               ----------
                  ১৬০
    
         দেখা যাচ্ছে ১০০০ সংখ্যাটি ৪২০ দ্বারা বিভাজ্য নয় । ৪২০ দিয়ে ভাগ করলে ভাগশেষ 
    
        ১৬০ থাকে । ভাজ্য ১০০০ থেকে ১৬০ কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে । কিন্তু 
    
        তখন সংখ্যাটি (১০০০ - ১৬০) বা ৮৪০ অর্থাৎ তিন অঙ্কের হয় । আবার ভাজ্য যদি 
    
        (৪২০ - ১৬০) বা ২৬০ বেশি হয়, তাহলে ঐ সংখ্যাটি  ৪২০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে ।
    
          :. নির্ণেয় সংখ্যা = ১০০০ + (৪২০ - ১৬০)
        
                           = ১০০০ + ২৬০ = ১২৬০ (উত্তর)






    1. Report
  5. Question:পাচ অঙ্কের কোন ক্ষুদতম সংখ্যাকে ১৬, ২৪, ৩০, ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে ? 

    Answer
    সমাধান: প্রদত্ত ভাজক ১৬, ২৪, ৩০, ৩৬ এর ল. সা. গু নির্ণয় করি ।
    
             ২|১৬, ২৪, ৩০, ৩৬
               ----------------------
              ২|৮, ১২, ১৫, ১৮
                ---------------------
               ২|৪, ৬, ১৫, ৯
                 ----------------------
                ৩|২, ৩, ১৫, ৯
                  --------------------
                   ২, ১, ৫, ৩
    
          :. নির্ণেয় গ. সা.গু` = ২ xx ২ xx ২ xx ৩ xx ২ xx ৫ xx ৩ = ৭২০`
    
          আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
    
         ৭২০)৯৯৯৯৯(১৩৮
              ৭২০
            -------------
              ২৭৯৯
              ২১৬০
            ----------
              ৬৩৯৯
              ৫৭৬০
            ---------
              ৬৩৯্
    
        উপরিউক্ত ভাগ প্রক্রিয়ায় দেখা যায় যে, ৯৯৯৯৯ সংখ্যাটি ৭২০ দ্বারা বিভাজ্য নয় । 
    
       ৭২০ দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে ।ভাজ্য ৯৯৯৯৯ থেকে ৬৩৯ কম হলে প্রাপ্ত 
    
       সংখ্যাটি ৭২০ দ্বারা বিভাজ্য হবে । আবার ভাজক (৭২০ - ৬৩৯) = ৮১ বেশি হলেও 
    
       ৭২০ দ্বারা বিভাজ্য হবে । কিন্তু (৯৯৯৯৯ + ৮১) = ১০০০৮০ সংখ্যাটি 
    
        ৬ অঙ্ক বিশিষ্ট ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd