1. Question:. ইউক্লিডীয় পদ্ধতিতে ল. সা. গু নির্ণয় কর: (৪.খ) ৩৫, ৪৯, ৯১ 

    Answer
    ৭| ৩৫, ৪৯, ৯১
                ------------
                  ৫, ৭, ১৩
    
       :. নির্ণেয় ল. সা. গু`= ৭ xx ৭ xx ৫ xx ১৩ = ৩১৮৫` উত্তর






    1. Report
  2. Question:. ইউক্লিডীয় পদ্ধতিতে ল. সা. গু নির্ণয় কর: (৩.গ) ৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০ 

    Answer
    ২ |৩৩, ৫৫, ৬০, ৮০, ৯০
                 -------------------------
               ২ |৩৩, ৫৫, ৩০, ৪০, ৪৫
                   -----------------------
                ৩| ৩৩, ৫৫, ১৫, ২০, ৪৫
                 ----------------------
                ৫| ১১, ৫৫, ৫, ২০, ১৫
                  ----------------------
                ১১| ১১, ১১, ১, ৪, ৩
                   --------------------
                      ১, ১, ১, ৪, ৩
    
       :. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ২ xx ৩ xx ৫ xx ১১ xx ৪ xx ৩ = ৭৯২০`






    1. Report
  3. Question:কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে ? 

    Answer
    যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেক 
    
         বার ৪ ভাগশেষ থাকে । কাজেই নির্ণেয় সংখ্যাটি হবে ।
    
        (১০০ - ৪)বা ৯৬ এবং (১৮৪ - ৪) বা ১৮০ এর গ. সা. গু ।
    
      এখন, ৯৬)১৮০(১
                  ৯৬
                 -------
                  ৮৪)৯৬(১
                       ৮৪
                       ----
                       ১২)৮৪(৭
                            ৮৪
                         ---------
                             ০
    
        :. ৯৬ ও ১০০ এর গ. সা. গু ১২
    
        :. নির্ণেয় বৃহত্তর সংখ্যাটি ১২ ।






    1. Report
  4. Question:কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে ? 

    Answer
    যেহেতু ২৭, ৪০ ও ৬৫ কে নির্ণেয় সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ভাগশেষ থাকে ।
    
        কাজেই নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) বা ২৪ (৪০ - ৪) বা 
    
        ৩৬ এবং (৬৫ - ৫) বা ৬০ এর গ. সা. গু 
    
         এখন, `২৪ = ২ xx ২ xx ২ xx ৩`
    
                `৩৬ = ২ xx ২ xx ৩ xx ৩`
    
                 `৬০ = ২ xx ২ xx ৩ xx ৫`
    
         :. ২৪, ৩৬, ও ৬০ এর সাধারণ মেীলিক গুণনীয়কগুলো ২, ২, ৩
    
         :.২৪, ৩৬ ও ৬০ এর গ. সা. গু` = ২ xx ২ xx ৩ = ১২`
    
         :. নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।






    1. Report
  5. Question:কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ ৫ হবে । 

    Answer
    প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর ল. সা. গু ।
    
        সুতরাং ৮, ১২, ১৮ ও ২৪ এর ল. সা. গু এর সাথে ৫ যোগ করলে ক্ষুদ্রতম 
    
         সংখ্যাটি পাওয়া যাবে ।
    
         ২|৮, ১২, ১৮, ২৪
           ----------------------
          ২|৪, ৬, ৯, ১২
            ---------------------
           ২|২, ৩, ৯, ৬
             ---------------------
            ৩|১, ৩, ৯, ৩
              ---------------------
               ১, ১, ৩, ১
    
         :. ল. সা. গু` = ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ = ৭২`
    
         :. নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৭২ + ৫ = ৭৭ ।(উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd