1. Question:কোন বাসস্ট্যান্ড থেকে ৪টি বাস একটি নিদিষ্ট সময় পর যথাক্রমে ১০ কি: মি. ২০ কি: মি. ২৪ কি: মি, ও ৩২ কি: মি. পথ অতিক্রম করে । কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে ? 

    Answer
    ১০, ২০, ২৪, ও ৩২ এর ল. সা. গু যত নির্ণেয় দুরত্ব তত কি: মি. ।
    
    ২|১০, ২০, ২৪, ৩২
     ------------------
      ২|৫, ১০, ১২, ১৬
       -----------------
        ২|৫, ৫, ৬, ৮
         ----------------
          ৫|৫, ৫, ৩, ৪
           ---------------
              ১, ১, ৩, ৪
    
    :. ল. সা. গু `= ২ xx ২ xx ২ xx ৫ xx ৩ xx ৪ = ৪৮০`
    
    :. নির্ণেয় দুরত্ব ৪৮০ কি: মি. । (উত্তর)






    1. Report
  2. Question:চারটি ঘন্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ১৬, ২৪, ৩০ ও ৩৬ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল । ক. ২৪ ও ৩৬ এর সাধারণ গুণনীয়গুলো লেখ । ২ খ. কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় এ্কত্রে বাজবে ? ৪ গ. ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ৪ ১৬, ২৪, ৩০ ও ৩৬ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে ? অনুশীলনী-১.৩ 

    Answer
    ক. এখানে, `২৪ = ১ xx ২৪`
                
                     `= ২ xx ১২`
    
                      `= ৩ xx ৮`
    
                     ` = ৪ xx ৬`
    
         
            `৩৬ = ১ xx ৩৬`
    
                 `= ২ xx ১৮`
    
                 `= ৩ xx ১২`
    
                 `= ৪ xx ৯`
    
                `= ৬ xx ৬`
    
         ২৪ এর গুণনীয়কগুলো  ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪
    
         ৩৬ এর গুণনীয়কগুলো  ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬
    
        :. ২৪ ও ৩৬ এর সাধারণ গুণনীয়কগুলো ১, ২, ৩, ৪, ৬, ১২ (উত্তর)
     
       খ. এখানে, ১৬, ২৪, ৩০ ও ৩৬ এর ল. সা. গু যত হবে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় । (সেকেন্ড)
    
           ২|১৬ ২৪ ৩০ ৩৬
             ------------------
            ২|৮, ১২, ১৫, ১৮
             ------------------
             ২|৪, ৬, ১৫, ৯
               -------------------
               ৩|২, ৩, ১৫, ৯
                 ----------------
                   ২, ১, ৫, ৩
    
       :. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ xx ৫ = ৭২০`
    
       :. ৭২০ সেকেন্ডে বা ১২ মিনিট পর ঘন্টাগুলো পুণরায় একত্রে বাজবে ।
    
       গ. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০০
    
         তালিকার সংখ্যাগুলোর ল. সা. গু দিয়ে ভাগ করে সংখ্যাটি নির্ণয় করতে হবে ।
    
         ’খ’ হতে পাই, ল. সা. গু = ৭২০
    
       এখন, ৭২০)১০০০০০(১৩৮
                      ৭২০
                   ------------
                     ২৮০০
                     ২১৬০
                   ----------
                     ৬৪০০
                     ৫৭৬০
                  -----------
                     ৬৪০
    
          :. ১০০০০০ সংখ্যাটি ৭২০ দ্বারা বিভাজ্য নয় ।
    
         অতএব বিভাজ্য সংখ্যাটি হবে (১০০০০০ - ৬৪০) বা ৯৯৩৬০
    
        কিন্তু এটি পাঁচ অঙ্কের সংখ্যা ।
    
       :. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 
    
       = ১০০০০০ + (৭২০ - ৬৪০)
    
       = ১০০০০০ + ৮০ = ১০০০৮০
    
       সুতরাং ছয় অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে 
    
      যোগফল ১৬, ২৪, ৩০ ও ৩৬ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে তা হলো 
    
      (১০০০৮০ - ৫)
    
      বা, ১০০০৭৫ (উত্তর)






    1. Report
  3. Question:৮, ১২ দুইটি সংখ্যা । ক. ১ম সংখ্যাটি সাথে ১০ যোগ করে নতুন একটি সংখ্যা গঠন কর এবং নতুন সংখ্যাটির ৩টি গুণিতক লেখ । ২ খ. নতুন সংখ্যাটি এবং প্রদত্ত সংখ্যা দুইটির ভাগ প্রক্রিয়ায় গ. সা. গু বের কর । ৪ গ. কোন ক্ষুদ্রতম সংখাকে ’খ’ থেকে প্রাপ্ত গ. সা. গু, নতুন সংখ্যা এবং প্রদত্ত সংখ্যা দুইটি দ্বারা ভাগ করলে প্রত্যেক বারই ভাগশেষ ১ থাকে । ৪ 

    Answer
    ক. ১ম সংখ্যাটি ৮
    
         :. নতুন সংখ্যাটি ৮ + ১০ = ১৮
    
          এখন, ১৮ ১ = ১৮
    
          ১৮ ২ = ৩৬
    
          ১৮ ৩ = ৫৪
    
          :. ১৮ এর ৩টি গুণিতক: ১৮, ৩৬, ৫৪ (উত্তর)
    
      খ. ‘ক’ থেকে নতুন সংখ্যাটি ১৮ 
    
          প্রদত্ত সংখ্যা ৮ ও ১২
    
          এখন, ৮)১২(১
                     ৮
                  -------
                   ৪)৮(২
                      ৮
                   -------
                      ০
    
            ৪)১৮(৪
               ১৬
             --------
             ২)৪(২
                ৪
              -----
                ০
    
         :. নির্ণেয় গ. সা. গু = ২ (উত্তর)
    
         গ. ‘খ’ থেকে প্রাপ্ত গ. সা. গু = ২
    
             নতুন সংখ্যা = ১৮
    
             প্রদত্ত সংখ্যা দুইটি = ৮ ও ১২
    
            তাহলে ২, ৮, ১২, ১৮ সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাগুলোর ল. সা. গু ।
    
          এখন, ২|২, ৮, ১২, ১৮
                   ----------------
                  ২|১, ৪, ৬, ৯
                    -----------------
                    ৩|১, ২, ৩, ৯
                    --------------
                       ১, ২, ১, ৩
    
          :. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ২ xx ৩ xx ২ xx ৩ = ৭২`
    
          আবার নির্ণেয় সংখ্যাটিকে ২, ৮, ১২, ১৮ দ্বারা ভাগ করলে প্রত্যেক বারই ভাগশেষ ১ থাকে ।
    
         :. নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৭২ + ১ = ৭৩ (উত্তর)






    1. Report
  4. Question:দুইটি ড্রামে যথাক্রমে ২২৫ লিটার ও ৩৭৫ লিটার দুধ ধরে । ক. এমন আরেকটি ড্রামে লও যাতে ১ম ড্রামের দ্বিগুন পরিমাণ দুধ ধরে । ২ খ. সর্বাধিক কত লিটারের কন্টেইনার দ্বারা ড্রাম তিনটি পূর্ণ করা যাবে । ৪ গ. কোন ড্রামে কত কন্টেইনার দুধ । ৪ 

    Answer
    ক. ১ম ড্রামে দুধের পরিমাণ ২২৫ লিটার 
    
    :. নতুন আরেকটি ড্রামে দুধের পরিমান `= ২২৫ xx ২` লিটার
    
                                                 ৪৫০ লিটার (উত্তর)
    
    
    
    খ. সর্বাধিক দুধ ধরে এরূপ কন্টেইনার পরিমাপ ২২৫, ৩৭৫ ও ৪৫০ এর ল. সা. গু যত তত লিটার 
    
                  এখন, ২২৫)৩৭৫(১
                               ২২৫
                           -----------
                              ১৫০)২২৫(১
                                    ১৫০
                                  ----------
                                    ৭৫)১৫০(২
                                         ১৫০
                                       ---------
                                          ০
    
                    :. ২২৫, ৩৭৫ এর গ. সা. গু = ৭৫
    
                    আবার, ৭৫)৪৫০(৬
                                ৪৫০
                             --------
                                 ০
    
                :. ২২৫, ৩৭৫ এর গ. সা. গু = ৭৫
    
               :. সর্বাধিক ৭৫ লিটার দুধ ধরে এরূপ কন্টেইনার দ্বারা ড্রাম তিনটি পূর্ণ করা যাবে । (উত্তর)
    
             গ. ১ম ড্রাম দুধ ধরে `(২২৫)/(৭৫)`বা ৩ কন্টেইনার
    
                ২য় ড্রামে দুধ ধরে `(৩৭৫)/(৭৫)`বা ৫ কন্টেইনার 
    
                ৩য় ড্রামে দুধ ধরে `(৪৫০)/(৭৫)` বা ৬ কন্টেইনার
    
               :. ড্রাম তিনটিতে যথাক্রমে ৩, ৫ ও ৬ কন্টেইনার দুধ ধরে । (উত্তর)






    1. Report
  5. Question:একটি সংখ্যা তালিকায় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং অন্যন্য সংখ্যা ১৫, ৫০, ৭৫ আছে । ক. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখ এবং ৭৫ এর গুণনীয়কগুলো লিখ । ২ খ. তালিকায় সংখ্যাগুলো ল. সা. গু বের কর । ৪ গ. ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তালিকায় সংখ্যাগুলো দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে । ৪ 

    Answer
    ক. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
    
        `৭৫ = ১ xx ৭৫`
           
           `= ৩ xx ৭৫`
    
         :. ৭৫ এর গুণনীয়কগুলো : ১, ৩, ৫, ১৫, ২৫, ৭৫
    
     খ. ক্ষুদ্রতম সংখ্যা ১০০ এবং প্রদত্ত সংখ্যা তিনটি ১৫, ৫০, ৭৫
    
        এখন, ২|১৫, ৫০, ৭৫, ১০০
                 ---------------------
                ৩|১৫, ২৫, ৭৫, ৫০
                  ----------------------  
                  ৫|৫, ২৫, ২৫, ৫০
                    ------------------------- 
                    ৫|১, ৫, ৫, ১০
                      -----------------
                        ১, ১, ১, ২
    
        :. নির্ণেয় ল. সা. গু` = ২ xx ৩ xx ৫ xx ৫ xx ২ = ৩০০`
    
         গ. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০
    
          তালিকায় সংখ্যাগুলোর ল. সা. গু দিয়ে ভাগ করে সংখ্যাটি নির্ণয় করতে হবে ।
    
         এখন, ৩০০)১০০০০০(৩৩৩
                       ৯০০
                     _______
                       ১০০০
                       ৯০০
                    _______
                       ১০০
    
          সুতরাং ১০০০০০ সংখ্যাটি ৩০০ দ্বারা বিভাজ্য নয় ।
    
          অতএব বিভাজ্য সংখ্যাটি হবে (১০০০০০ - ১০০)
    
          বা ৯৯৯০০ কিন্তু এটি পাঁচ অঙ্কের সংখ্যা ।
    
         :. নির্ণেয় ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি
    
         = ১০০০০০ + (৩০০ - ১০০)
    
         = ১০০০০০ + ২০০ = ১০০২০০ (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd