1. Question:যাহেদ ১০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত ? 

    Answer
    দেওয়া আছে, 
    
       ১০% কমিশনে বইটির ক্রয়মূল্য ১৮০ টাকা
    
       মনে করি বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা 
    
     :. ১০% কমিশনে বইটির ক্রয়মূল্য (১০০ - ১০) = ৯০ টাকা 
    
    :. প্রকৃত মূল্য : ক্রয়মূল্য = ১০০ : ৯০
    
    বা, প্রকৃত মূল্য/ক্রয়মূল্য `= ১০০/৯০`
    
    বা, প্রকৃত মূল্য `= ১০/৯০` ক্রয়মূল্য
    
    বা, প্রকৃত মূল্য `= ১০/৯ xx ১৮০ `টাকা = ২০০ টাকা
    
    :. বইটির প্রকৃত মূল্য = ২০০ টাকা   (উত্তর)






    1. Report
  2. Question:কমলার দাম ২০% কমে যাওয়ায় ১০০ টাকায় ৪ টি কমলা বেশি পাওয়া যায় । প্রতি ডজন কমলার বর্তমান দাম কত ? 

    Answer
    ২০% কমে বর্তমানে কমলার দাম ১০০ টাকায় কমে ২০ টাকা ।
    
    আমরা জানি ১ ডজন = ১২ টি
    
    যেহেতু কমলার দাম ২০ টাকা কমে যাওয়ায় ৪টি কমলা বেশি পাওয়া যায়,
    
    কাজেই ৪টি কমলার বর্তমান দাম ২০ টাকা
    
    ১ টি   ,,    ,,      ,,         `২০/৪`
    
    ১২ টি   ,,     ,,      ,,      `  (২০ xx ১২)/৪`
    
       = ৬০ টাকা
    
    
    উত্তর :  ৬০ টাকা ।






    1. Report
  3. Question:রাজশাহী থেকে ২৪০ টি আম কিনে আনা হলো । তার মধ্যে ১৫ টি আম পচে গেল । আমগুলো ৪৫০০ টাকায় বিক্রয় করায় ৬ `১/৪%` ক্ষতি হলো । ক. ভাল আমের সংখ্যা কত ? খ. শতকরা কতটি আম ভালো আছে ? গ. আমগুলোর ক্রয়মূল্য কত ? 

    Answer
    ক. দেওয়া আছে, মোট আমের সংখ্যা ২৪০ টি
    
    এর মধ্যে পচেঁ গেল ১৫ টি ।
    
    :. ভাল আমের সংখ্যা (২৪০ - ১৫) টি = ২২৫ টি  (উত্তর)
    
    খ. মোট আম ২৪০ টি 
    
    ভাল আম ২২৫ টি [’ক’ হতে ]
    
    :. শতকরা ভালো আম আছে` = (২২৫)/(২৪০) xx ১০০` টি
    
                     `= (৩৭৫)/৪ টি = ৯৩ ৩/৪` টি
    
    অর্থাৎ ভালো আমের পরিমাণ` ৯৩ ৩/৪ % ` (উত্তর)
    
    গ. ` ৬ ১/৪ % বা, ২৫/৪ % `ক্ষতিতে 
    
      ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য` (১০০ - (২৫)/৪)` টাকা
    
          ` = ((৪০০ - ২৫)/৪)` টাকা `= (৩৭৫)/৪` টাকা
    
    :. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য` = ১০০ : (৩৭৫)/৪`
    
    বা, ক্রয়মূল্য/বিক্রয়মূল্য `=(১০০)/(৩৭৫)/৪` 
    
           ` = ১০০ xx ৪/(৩৭৫)`
    
    বা, ক্রয়মূল্য `= (১০০ xx ৪)/(৩৭৫) xx` বিক্রয়মূল্য 
    
    বা, ক্রয়মূল্য `= (১০০ xx ৪)/(৩৭৫) xx ৪৫০০ = ৪৮০০` টাকা
    
    :. আমগুলোর ক্রয়মূল্য = ৪৮০০ টাকা  (উত্তর)






    1. Report
  4. Question:অনুশীলনী-২.২ লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ১২৬ জন ছাত্রী নতুন ভর্তি হওয়ায় আগের ছাত্রী সংখ্যা ১৪% বেড়ে গেল এবং বছরের প্রথম ‍দিনে ১২ জন ছাত্রী অনুপস্থিত ছিল । ক. ১৪% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর ? ২ খ. পূর্বে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত ছিল ? ৪ গ. বছরের প্রথম দিনে শতকরা কত ছাত্রী উপস্থিত ছিল ? ৪ 

    Answer
    ক. এখানে, `১৪% = ১৪ xx ১/(১০০) = (১৪)/(১০০) = ৭/(৫০)`  উত্তর
    
    খ. ধরি পূর্বের ছাত্রী সংখ্যা = ১০০ জন 
    
    তাহলে নতুন ছাত্রী ভর্তি হয় ১৪ জন ।
    
    :. পূর্বের ছাত্রী সংখ্যা : নতুন ছাত্রী সংখ্যা = ১০০ : ১৪
    
    বা, পূর্বের ছাত্রী সংখ্যা/নতুন ভর্তি সংখ্যা` = (১০০)/(১৪)`
    
    :. পূর্বের ছাত্রী সংখ্যা নতুন ছাত্রী সংখ্যার ` (১০০)/(১৪) `গুণ ।
    
    দেওয়া আছে, নতুন ছাত্রী সংখ্যা ১২৬ জন ।
    
    :. পূর্বের ছাত্রী সংখ্যা `= (১০০)/(১৪) xx ১২৬ = ৯০০` জন ।
    
    :. বর্তমানে ছাত্রী সংখ্যা (৯০০ + ১২৬) জন 
    
    = ১০২৬ জন  (উত্তর)
    
    
    গ.  ’খ’ হতে পাই, বর্তমানে ছাত্রী সংখ্যা ১০২৬ জন
    
      ১২ জন অনুপস্থিত থাকলে উপস্থিত 
    
     ছাত্রী সংখ্যা (১০২৬ - ১২) জন = ১০১৪ জন
    
    উপস্থিত ছাত্রী সংখ্যা : বর্তমান ছাত্রী সংখ্যা = ১০১৪ : ১০২৬
    
    :. শতকরা উপস্থিত ছাত্রী সংখ্যা `= (১০১৪)/(১০২৬) xx ১০০`
    
    এখানে   ১৭১)১৬৯০০(৯৮
                   ১৫৩৯
                 ----------
                    ১৫১০
                    ১৩৬৮
                   ------------
                      ১৪২
    
    
    :. উপস্থিত ছিল `৯৮ (১৪২)/(১৭১) %`   (উত্তর)






    1. Report
  5. Question:একটি রাশি অপর একটি রাশির ৭৫% । ক. রাশি দুইটির অনুপাত বের কর । ২ খ. প্রাপ্ত অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে লিখ এবং অনুপাতটির উত্তর উত্তর রাশি পূর্ব রাশির শতকরা কত অংশ ? ৪ গ. রাশি দুইুটর যোগফল ২১০ হলে, রাশি দুইটি নির্ণয় কর । ৪ 

    Answer
    ক. এখানে` ৭৫% = (৭৫)/(১০০)`
    
    অর্থাৎ একটি রাশি ৭৫ হলে, অপর রাশিটি হবে ১০০ ।
    
    তখন, ৭৫ ও ১০০ এর অনুপাত হলো ৭৫ : ১০০ = ৩ : ৪
    
    :. রাশি দুইটির অনুপাত = ৩ : ৪  (উত্তর)
    
    খ.  ’ক’ হতে পাই, রাশি দুইুটির অনুপাত = ৩ : ৪
    
      :. রাশি দুইুটির ব্যস্ত অনুপাত = ৪ : ৩
    
      :. উত্তর রাশি পূর্ব রাশির `৪/৩ `গুণ  ।
    
    `= (৪ xx ১০০)/(৩ xx ১০০)   = (৪০০)/৩ %` 
    
    `= ১৩৩ ১/৩% `  (উত্তর)
    
    গ.  দেওয়া আছে, রাশি দুইটির যোগফল ২১০
    
     ’ক’ হতে প্রাপ্ত অনুপাত = ৩ + ৪ = ৭
    
    :. প্রথম রাশি = ২১০ এর `৩/৭ `অংশ `= ২১০ xx ৩/৭ = ৯০`
    
    এবং দ্বিতীয় রাশি = ২১০ এর` ৪/৭ `অংশ `= ২১০ xx ৪/৭ = ১২০`  (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd