1. Question:মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা বই ৮৪ টাকায় ক্রয় করল । কিন্তু বইটির কভারে মূল্য ‍লেখা ছিল ১২০ টাকা । সে শতকরা কত টাকা কমিশন পেল ? অনুশীলনী-২.২ 

    Answer
    বইটির কভার মূল্য ১২০ টাকা 
    
    ক্রয় মূল্য ৮৪ টাকা 
    
    :. কমিশন ও কভার মূল্যের অনুপাত `(৩৬)/(১২০) = ৩/(১০) `
    
    :. শতকরা কমিশন` (৩ xx ১০০)/(১০)` বা ৩০ টাকা 
    
    :. কমিশন ৩০%   (উত্তর)






    1. Report
  2. Question:একজন চাকুরিজীবি মাসিক আয় ১৫০০০ টাকা । তার মাসিক ব্যয় ৯০০০ টাকা । তার ব্যয় - আয়ের শতকরা কত ? অনুশীলনী-২.২ 

    Answer
    একজন চাকুরিজীবির মাসিক আয় ১৫০০০ টাকা
    
    এবং তার মাসিক ব্যয় ৯০০০ টাকা 
    
    ব্যয় ও আয়ের অনুপাত `(৯০০০)/(১৫০০০) = ৬/(১০)` 
    
    ব্যয় আয়ের শতকরা `(৬ xx ১০০)/(১০) = ৬০` টাকা
    
    :. ব্যয় আয়ের ৬০%  (উত্তর)






    1. Report
  3. Question:শোয়েবের মাসিক স্কুলের বেতন ২০০ টাকা । তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ ২০ টাকা দেন । তার প্রতিদিনে টিফিন বাবদ খরচ মাসিক স্কুলবেতনের শতকরা কত ? 

    Answer
    শোয়েবের মাসিক স্কুলের বেতন ২০০ টাকা 
    
    প্রতিদিনের টিফিন বাবদ ২০ টাকা 
    
    :. প্রতিদিনের টিফিন বাবদ খরচ ও মাসিক স্কুলের বেতনের অনুপাত `(২০)/(১০০) = ১/(১০) `
    
    :. টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা` (১ xx ১০০)/(১০)`
    
                                       = ১০ টাকা 
    
    :. শোয়েবের প্রতিদিন টিফিন বাবদ খরচ, মাসিক স্কুল বেতনের ১০%   (উত্তর)






    1. Report
  4. Question:একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন । বছরের শুরুতে ৫% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত ? 

    Answer
    শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন 
    
    নতুন শিক্ষার্থীর সংখ্যা ৮০০ এর ৫% 
    
    = ৮০০এর `৫/(১০০)` জন = ৪০ জন
    
    :. বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা (৮০০ + ৪০) জন = ৮৪০ জন (উত্তর)






    1. Report
  5. Question:একটি শ্রেণীতে ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫% অনুপস্থিত ছিল । কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল ? 

    Answer
    শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা = ২০০ জন 
    
    অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২০০ এর ৫% 
    
    = ২০০ এর `৫/(১০০)` জন = ১০ জন
    
    :. উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা (২০০ - ১০) জন 
    
     = ১৯০ জন  (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd