1. Question:কোন বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ২ : ৩ । শিক্ষার্থীর সংখ্যা ৬০০ । ক. অনুপাত ও একক অনুপাত কাকে বলে ? খ. ঐ বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা কত ? গ. ঐ বিদ্যালয়ের থেকে কতজন ছাত্রী অন্যত্র চলে গেলে ছাত্র-ছাত্রীর অনুপাত ৩ : ২ হবে ? 

    Answer
    ক. অনুপাত : দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ 
    
         তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় । এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে ।
    
         যেমন `: a/b` বা a : b
    
         একক অনুপাত : যে সরল অনুপাতের পূর্বরাশির ও উত্তর রাশি সমান সে অনুপাতকে 
    
         একক অনুপাত বলে । যেমণ : ৫ : ৫ বা ১ : ১  
    
     খ. দেওয়া আছে, ছাত্র ও ছাত্রীর অনুপাত = ২ : ৩ এবং শিক্ষার্থীর সংখ্যা ৬০০ জন ।
    
         অনুপাত দ্বয়ের যোগফল = ২ + ৩ = ৫
    
        :. ছাত্রের সংখ্যা = ৬০০ এর` ২/৫` অংশ 
    
        `= ৬০০ xx ২/৫ `জন = ২৪০ জন ।
    
        এবং ছাত্রীর সংখ্যা = ৬০০ এর` ৩/৫` অংশ 
    
        `= ১২০ xx ৩/৫` জন = ৩৬০ জন
    
        :. ছাত্র ২৪০ জন এবং ৩৬০ জন । 
    
    গ.   ’খ’ থেকে পাই, ছাত্র সংখ্যা ২৪০ জন এবং ছাত্রী সংখ্যা ৩৬০ জন ।
    
          ধরি, ’ক’ জন ছাত্রী চলে গেলে ছাত্র-ছাত্রীর অনুপাত হবে । ৩ : ২
    
          ক জন ছাত্রী চলে গেলে ছাত্রী সংখ্যা হবে । (৩৬০ - ক) জন 
    
          তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত = ২৪০ : (৩৬০ - ক) 
    
          এখন ২৪০ : (৩৬০ - ক) = ৩ : ২
    
          বা,`  (২৪০)/(৩৬০ - ক) = ৩/২`
    
          বা,`  ২৪০ xx ২ = ৩ (৩৬০ - ক)`
    
          বা, ৪৮০ = ১০৮০ - ৩ক
    
          বা, ৩ক = ১০৮০ - ৪৮০
    
          বা, ৩ক = ৬০০
    
          বা, ক,` = (৬০০)/৩`
    
          :. ক = ২০০
    
         :. ২০০ জন ছাত্রী চলে গেলে ছাত্র-ছাত্রীর অনুপাত হবে ৩ : ২






    1. Report
  2. Question:করিম ও রহিম দুই ভাই । করিম ও তার পিতার বয়সের অনুপাত ৯ : ২১ এবং সমষ্টি ৮০ বছর । রহিম ও তার পিতার বয়সের অনুপাত ২ : ৭ । ক. করিম ও তার পিতার বয়সের অনুপাতকে সরলীকরণ কর । খ. করিম ও তার পিতার বয়স নির্ণয় কর । গ. করিম ও রহিমের বয়সের অনুপাত নির্ণয় কর । 

    Answer
    ক.  দেওয়া আছে, করিম ও তার পিতার বয়সের অনুপাত = ৯ : ২১
    
        `= ৯/২১ = ৩/৭` [৩ দ্বারা ভাগ করে পাই ]
    
         = ৩ : ৭
    
    খ.  দেওয়া আছে, করিম ও তার পিতার বয়সের সমাষ্টি ৮০ বছর ’ক’ হতে পাই,
    
         করিম ও তার পিতার বয়সের অনুপাত = ৩ : ৭
    
         :. অনুপাতের রাশির যোগফল = ৩ + ৭ = ১০
    
         :. করিমের বয়স = ৮০ বছরের` ৩/১০ `অংশ
      
         `= (৮০ xx ৩/(১০))` বছর 
    
          = ২৪ বছর
    
       এবং পিতার বয়স = ৮০ বছরের` ৭/১০ `অংশ 
    
             ` = (৮০ xx ৭/১০)` বছর
    
              = ৫৬ বছর 
    
    গ.    ’খ’ হতে পাই, করিমের বয়স ২৪ বছর 
    
          এবং তার পিতার বয়স ৫৬ বছর 
    
          দেওয়া আছে, রহিম ও তার পিতার বয়সের অনুপাত = ২ :৭
    
          অর্থাৎ রহিমের বয়স তার পিতার বয়সের `২/৭` গুণ,
    
         :. রহিমের বয়স `(৫৬ xx ২/৭)` বছর = ১৬ বছর
    
         এখন করিমের বয়স : রহিমের বয়স
    
        `= ২৪ : ১৬ = (২৪)/(১৬) = ৩/২` [৮ দ্বারা ভাগ করে ]
    
         = ৩ : ২   (Ans)






    1. Report
  3. Question:শতকরায় প্রকাশ কর: ক.` ৩/৪` খ.` ৭/১৫ ` গ. ` ৪/৫ ` ঘ. `২ ৬/(২৫)` ঙ. ০.২৫ চ. .৬৫ ছ. ২.৫০ জ. ৩ : ১০ ঝ. ১২ : ২৫ 

    Answer
    ক.`  ৩/৪ = (৩ xx ১০০)/(৪ xx ১০০) = (৭৫)/(১০০) = ৭৫%  `(উত্তর)
    
       খ. `৭/(১৫) = (৭ xx ১০০)/(১৫ xx ১০০) = (১৪০)/৩xx  ১/(১০০) = ৪৬ ২/৩ %` (উত্তর)
     
       গ. ` ৪/৫ = (৪ xx ১০০)/(৫ xx ১০০) = (৮০)/(১০০) = ৮০% ` (উত্তর)
    
       ঘ. ` ২ ৬/(২৫) = (৫৬)/(২৫) = (৫৬ xx ১০০)/(২৫ xx ১০০) = (২২৪)/(১০০) = ২২৪%` (উত্তর)
    
       ঙ. `০.২৫ = (২৫)/(১০০) = ২৫%` (উত্তর)
    
       চ. `.৬৫ = (৬৫)/(১০০) = ৬৫%`  (উত্তর)
    
       ছ. ` ২.৫০ = (২৫০)/(১০০) = ২৫০% ` (উত্তর)
    
       জ.`  ৩ : ১০ = ৩/(১০) = (৩ xx ১০০)/(১০ xx ১০০) = (৩০)/(১০০) = ৩০%` (উত্তর)
    
       ঝ.` ১২ : ২৫ = (১২)/(২৫) = (১২ xx ১০০)/(২৫ xx ১০০)`
     
         ` = (৪৮)/(১০০) = ৪৮%  `(উত্তর)






    1. Report
  4. Question:ধাপ-১ ভগ্নাংশের লব ও হরকে ১০০ দ্বারা গুণ করতে হবে । ধাপ-২ ভগ্নাংশের নিচে হর হিসেবে ১০০ রেখে হিসাব করতে হবে । ধাপ-৩ শতকরা আকারে প্রকাশ করতে হবে । ক.` ৩/৪` খ.` ৭/১৫ ` গ. ` ৪/৫ ` ঘ. `২ ৬/(২৫)` ঙ. ০.২৫ চ. .৬৫ ছ. ২.৫০ জ. ৩ : ১০ ঝ. ১২ : ২৫ 

    Answer
    ক.`  ৩/৪ = (৩ xx ১০০)/(৪ xx ১০০) = (৭৫)/(১০০) = ৭৫%  `(উত্তর)
    
    খ. `৭/(১৫) = (৭ xx ১০০)/(১৫ xx ১০০) = (১৪০)/৩xx  ১/(১০০) = ৪৬ ২/৩ %` (উত্তর)
    
    গ. ` ৪/৫ = (৪ xx ১০০)/(৫ xx ১০০) = (৮০)/(১০০) = ৮০% ` (উত্তর)
    
    ঘ. ` ২ ৬/(২৫) = (৫৬)/(২৫) = (৫৬ xx ১০০)/(২৫ xx ১০০) = (২২৪)/(১০০) = ২২৪%` (উত্তর)
    
    ঙ. `০.২৫ = (২৫)/(১০০) = ২৫%` (উত্তর)
    
    চ. `.৬৫ = (৬৫)/(১০০) = ৬৫%`  (উত্তর)
    
    ছ. ` ২.৫০ = (২৫০)/(১০০) = ২৫০% ` (উত্তর)
    
    জ.`  ৩ : ১০ = ৩/(১০) = (৩ xx ১০০)/(১০ xx ১০০) = (৩০)/(১০০) = ৩০%` (উত্তর)
    
    ঝ.` ১২ : ২৫ = (১২)/(২৫) = (১২ xx ১০০)/(২৫ xx ১০০)`
     
         ` = (৪৮)/(১০০) = ৪৮%  `(উত্তর)






    1. Report
  5. Question:ধাপ-১ ভগ্নাংশের লব ও হরকে ১০০ দ্বারা গুণ করতে হবে । ধাপ-২ ভগ্নাংশের নিচে হর হিসেবে ১০০ রেখে হিসাব করতে হবে । ধাপ-৩ শতকরা আকারে প্রকাশ করতে হবে । ক.` ৩/৪` খ.` ৭/১৫ ` গ. ` ৪/৫ ` ঘ. `২ ৬/(২৫)` ঙ. ০.২৫ চ. .৬৫ ছ. ২.৫০ জ. ৩ : ১০ ঝ. ১২ : ২৫ 

    Answer
    ক.`  ৩/৪ = (৩ xx ১০০)/(৪ xx ১০০) = (৭৫)/(১০০) = ৭৫%  `(উত্তর)
    
    খ. `৭/(১৫) = (৭ xx ১০০)/(১৫ xx ১০০) = (১৪০)/৩xx  ১/(১০০) = ৪৬ ২/৩ %` (উত্তর)
    
    গ. ` ৪/৫ = (৪ xx ১০০)/(৫ xx ১০০) = (৮০)/(১০০) = ৮০% ` (উত্তর)
    
    ঘ. ` ২ ৬/(২৫) = (৫৬)/(২৫) = (৫৬ xx ১০০)/(২৫ xx ১০০) = (২২৪)/(১০০) = ২২৪%` (উত্তর)
    
    ঙ. `০.২৫ = (২৫)/(১০০) = ২৫%` (উত্তর)
    
    চ. `.৬৫ = (৬৫)/(১০০) = ৬৫%`  (উত্তর)
    
    ছ. ` ২.৫০ = (২৫০)/(১০০) = ২৫০% ` (উত্তর)
    
    জ.`  ৩ : ১০ = ৩/(১০) = (৩ xx ১০০)/(১০ xx ১০০) = (৩০)/(১০০) = ৩০%` (উত্তর)
    
    ঝ.` ১২ : ২৫ = (১২)/(২৫) = (১২ xx ১০০)/(২৫ xx ১০০)`
     
         ` = (৪৮)/(১০০) = ৪৮%  `(উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd