1. Question:দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫ : ৭ । দ্বিতীয়টির মূল্য ৮৪ টাকা হলে, প্রথমটি মূল্য কত ? 

    Answer
    দেওয়া আছে, দ্বিতীয় বইটির মূল্য = ৮৪ টাকা 
    
                বই দুইটির মূল্যের অনুপাত ৫ : ৭
    
                বা (প্রথম বইটির মূল্য)/(দ্বিতীয় বইটির মূল্য)
    
                ` = ৫/৭`
    
                বা প্রথমটির মূল্য` = ৫/৭ xx` দ্বিতীয় মূল্য [আড়গুণন করে]
    
                অর্থাৎ প্রথমটির মূল্য দ্বিতীয়টির মূ্ল্যের` ৫/৭ `গুণ
    
               :. প্রথমটির মূল্য` = ৮৪ xx ৫/৭` টাকা = ৬০ টাকা
    
               :. প্রথম বইটির মূল্য ৬০ টাকা  । (উত্তর)






    1. Report
  2. Question:১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত ৩ : ১ হলে, ঐ গহনায় সোনা ও খাদের পরিমাণ বের কর । 

    Answer
    গহনায় সোনা ও খাদের অনুপাত = ৩ : ১ 
    
            অনুপাতটির পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল `= ৩ + ১ = ৪`
    
            :. গহনায় সোনার পরিমাণ = ২০ গ্রাম এর` ৩/৪` অংশ 
    
            `= ২০ xx ৩/৪` গ্রাম = ১৫ গ্রাম
    
            এবং গহনায় খাদের পরিমাণ = ২০ গ্রাম এর` ১/৪` অংশ
    
            ` = ২০ xx ১/৪` গ্রাম = ৫ গ্রাম
    
            :. উক্ত গহনায় সোনা ও খাদের পরিমান যথাক্রমে ১৫ গ্রাম ও  ৫ গ্রাম ।   (উত্তর)






    1. Report
  3. Question:দুই বন্ধু বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত ২ : ৩ ১ম বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব ৫ কি.মি. হলে, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব কত ? 

    Answer
    স্কুলে যা্ওয়া আসা সময়ের অনুপাত = ২ : ৩
    
          প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব = ৫ কি.মি.
    
          দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব = ১ম বন্ধুর বাড়ি হতে 
    
          স্কুলের দুরত্ব এর `৩/২` গুণ ।
    
          :. দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দুরত্ব
    
          `= ৫ ৩/২` কি. মি.` = (১৫)/২` কি.মি `= ৭ ১/২` কি.মি  (উত্তর)






    1. Report
  4. Question:পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ : ২ । ঐ পায়েসে চিনির অনুপাত ৪ কেজি হলে, দুধের পরিমাণ কত ? 

    Answer
    দেওয়া আছে, পায়েসে চিনির পরিমাণ = ৪ কেজি 
    
           এবং দুধের পরিমাণ : চিনির পরিমাণ = ৭ : ২
    
           বা, দুধের পরিমাণ/ চিনির পরিমাণ` = ৭/২`
    
           বা, দুধের পরিমাণ` = ৭/২` চিনির পরিমাণ 
    
           অর্থাৎ দুধের পরিমাণ চিনির পরিমাণের` ৭/২ `গুণ
    
          :. দুধের পরিমাণ` = ৪ xx ৭/২` কেজি = ১৪ কেজি
    
          :. পায়েসে দুধের পরিমাণ ১৪ কেজি






    1. Report
  5. Question:দুইটি কম্পিটারের দামের অনুপাত ৫ : ৬ । প্রথমটির দাম ২৫০০০ টাকা হলে, দ্বিতীয়টির দাম কত ?মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম ৫০০০ টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাত কি ধরণের অনুপাত ? 

    Answer
    দেওয়া আছে, 
    
           প্রথম কম্পিটারের দাম = ২৫০০০ টাকা 
    
           দুইটি কম্পিটারের দামের অনুপাত ৫ : ৬
    
           সুতরাং দ্বিতীয়টির দাম প্রথমটির দামের `৬/৫ `গুণ
    
           :. দ্বিতীয়টির দাম` = ৬/৫` প্রথমটির দাম
    
               ` = ৬/৭  xx ২৫০০০`
    
                = ৩০০০০ টাকা






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd