1. Question:`(৩৫)/(৩২), ৭/(৮০), ৯ ১/(২৪) `কয়েকটি ভগ্নাংশ । ক.` ৯ ১/(২৪)` কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর । খ. ভগ্নাংশগুলোর লব এর গ.সা.গু বের কর । গ. কোন বৃহত্তর সংখ্যা দিয়ে ভগ্নাংশগুলোকে ভাগ করলে ভাগফল প্রতি ক্ষেত্রে পূর্ণসংখ্যা হবে । 

    Answer
    ক.  ৩য় ভগ্নাংশ `= ৯ ১/(২৪) = (৯ ২৪ ১)/(২৪)`
    
                    `= (২১৭)/(২৪)`
    
       :. সাধারণ ভগ্নাংশটি` (২১৭)/(২৪)`  (উত্তর)
    
    খ.  ভগ্নাংশগুলো হলো` (৩৫)/(৩২), ৭/(৮০), (২১৭)/(২৪)`
    
      ভগ্নাংশগুলো লব হলো `৩৫, ৭, ২১৭`
    
     এখন 
         ৭)২১৭(৩১
            ২১
           -----
             ৭
             ৭
            ---
             ০
    
    আবার 
    
      ৭)৩৫(৫
        ৩৫
       -------
         ০
    
    :. ভগ্নাংগুলোর লব ৩৫, ৭, ২১৭- এর গ.সা.গু = ৭   (উত্তর)
    
    
    গ. নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে` (৩৫)/(৩২), ৭/(৮০), ৯ ১/(২৪)`
    
     অর্থাৎ `(৩৫)/(৩২), ৭/(৮০), (২১৭)/(২৪) `এর গ.সা.গু
    
     ’খ’ থেকে পাই,
    
     ভগ্নাংশগুলোর লব ৩৫, ৭, ২১৭ এর গত.সা.গু = ৭
    
    এখন,
            ২| ৩২, ৮০, ২৪
              __________
              ২| ১৬, ৪০, ১২
                _________
                ২| ৮, ২০, ৬
                  ________
                   ২| ৪, ১০, ৩
                     _______
                       ২, ৫, ৩
    
    :. ল.সা.গু `= ২ xx ২ xx ২ xx ২ xx ২ xx ৫ xx ৩ = ৪৮০`
    
    :. ভগ্নাংশগুলোর হর ৩২, ৮০, ২৪- এর ল.সা.গু = ৪৮০
    
    :. ভগ্নাংশুেলোর গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু)
    
       ` = ৭/(৪৮০)`
    
    :. নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি `৭/(৪৮০)  (উত্তর)






    1. Report
  2. Question:`৪ ১/৬` একটি মিশ্র ভগ্নাংশ এবং` (৪৫)/৮ `একটি অপ্রকৃত ভগ্নাংশ । ক.` (৪৫)/৮` কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর । খ. ভগ্নাংশগুলোর গ.সা.গু বের কর । গ. দেখাও যে, ভগ্নাংশগুলোর গুণফল তাদের গ.সা.গু ও ল.সা.গু - এর গুণফলের সমান । 

    Answer
    ক.   ` (৪৫)/৮`
    
           = ৮)৪৫(৫
                 ৪০
               -----
                 ৫
    
         `:. (৪৫)/৮` এর মিশ্র ভগ্নাংশ` ৫ ৫/৮`  (উত্তর)
    
    
      খ. ভগ্নাংশগুলো হলো` ৪ ১/৬` এবং` (৪৫)/৮`
    
          অর্থাৎ` (২৫)/৬`  এবং` (৪৫)/৮`
    
          ভগ্নাংশগুলোর লব ২৫, ৪৫ এবং হর ৬, ৮
    
       এখন,
             ২৫)৪৫(১
                 ২৫
                ----
                 ২০)২৫(১
                     ২০
                    -----
                     ৫)২০(৪
                        ২০
                       -----
                           ০
    
        :.  লবগুলোর গ.সা.গু = ৫
    
         আবার 
                ২| ৬, ৮
                  _____
                    ৩, ৪
    
         হরগুলোর ল.সা.গু` = ২ xx ৩ xx ৪ = ২৪`
    
         :. ভগ্নাংশগুলোর গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু)
    
                     `= ৫/(২৪)`     (উত্তর)
    
    
       গ.   ভগ্নাংশ দুইটি হলো` (২৫)/৬` এবং` (৪৫)/৮`
    
             এখন,  ৬)৮(১
                        ৬
                     ------
                        ২)৬(৩
                           ৬
                        ------
                           ০
    
            :.  হরগুলোর গ.সা.গু = ২
    
            আবার,
                  ৫| ২৫, ৪৫
                     ______
                      ৫, ৯
    
           :.  লবগুলোর ল.সা.গু` = ৫ xx ৫ xx ৯ = ২২৫`
    
           :. ভগ্নাংশগুলোর ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) ` = (২২৫)/২`
    
            এখন, ভগ্নাংশগুলোর গুণফল `= (২৫)/৬ xx (৪৫)/৮ = (১১২৫)/(৪৮)`
    
            ’খ’ হতে পাই, ভগ্নাংশগুলোর গ.সা.গু `= ৫/(২৪)`
    
            ভগ্নাংশগুলোর গ.সা.গু ও ভগ্নাংশগুলোর ল.সা.গু এর গুণফল
    
           `= ৫/(২৪) xx (২২৫)/২ = (১১২৫)/(৪৮)`
    
           :. ভগ্নাংশগুলোর গুণফল তাদের গ.সা.গু ও ল.সা.গু এর গুণফলের সমান ।






    1. Report
  3. Question:একটি হল ঘরের প্রস্থ ও দৈঘ্যের অনুপাত ২ : ৩ প্রস্থ ও দৈঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণিটি পূরণ কর : _________________________________________________________ | হলঘরের প্রস্থ | ১০ | | ৪০ | | ১৬০ | _________________________________________________________ | হলঘরের দৈঘ্য | ২৫ | ৫০ | | ২০০ | | _________________________________________________________ 

    Answer
    দেওয়া আছে, প্রস্থ : দৈঘ্য = ২ : ৫
    
          অর্থাৎ (প্রস্থ)/(দৈঘ্য)` = ২/৫`
    
         এখন, দৈঘ্য = ৫০
    
         (প্রস্থ)`/(৫০) = ২/৫ `বা, প্রস্থ `= (২ xx ৫০)/৫`
    
          :. প্রস্থ = ২০
    
          :. হলঘরের দৈঘ্য ৫০ হলে হলঘরের প্রস্থ ২০ 
    
           আবার, প্রস্থ = ৪০ 
    
         `:. (৪০)/`(দৈঘ্য) `= ৫/২ `বা, দৈঘ্য` = (৫ xx ৪০)/২`
    
           :. দৈঘ্য = ১০০ 
    
          :. হলঘরের প্রস্থ ৪০ হলে হল ঘরের দৈঘ্য ১০০ 
    
           আবার, দৈঘ্য = ২০০
    
          `:. (প্রস্থ)/(২০০) = ২/৫ বা, প্রস্থ = (২ xx ২০০)/৫`
    
           :. প্রস্থ = ৮০ 
    
           :. হলঘরের দৈঘ্য ২০০ হলে হলঘরের প্রস্থ ৮০
    
            এবং প্রস্থ = ১৬০ 
    
           `:. (১৬০)/(দৈঘ্য) = ২/৫ বা, দৈঘ্য = (১৬০ xx ৫)/২`
    
            :. দৈঘ্য = ৪০০
    
            :. হলঘরের প্রস্থ ১৬০ হলে হলঘরের দৈঘ্য ৪০০
    
           এখন প্রাপ্ত মানগুলো বসিয়ে সারণীটি পূরণ করি :
    
            ______________________________________________________
            | হলঘরের দৈঘ্য |   ১০      |    ২০  |     ৪০      |     ৮০      |        ১৬০          |
           ______________________________________________________
             | হলঘরের প্রস্থ |    ২০      |    ৫০  |      ১০০   |     ২০০     |        ৪০০           |
            ______________________________________________________
    
            বিক্লপ সমাধান: দেওয়া আছে,
    
            প্রস্থ : দৈঘ্য = ২ : ৫
    
            প্রদত্ত অনুপাতকে ১০ দ্বারা গুণ করলে, প্রস্থ : দৈঘ্য = ২০ : ৫০
    
             ’’       ‘’        ২০   ‘’      ‘’  প্রস্থ : দৈঘ্য     = ৪০ : ১০০
    
            ’’       ‘’         ৪০ ‘’    ‘’   প্রস্থ : দৈঘ্য       = ৮০ : ২০০
    
            ’’       ‘’         ৮০   ‘’   ‘’  প্রস্থ : দৈঘ্য      = ১৬০ : ৪০০
    
            এখন মানগুলো সারণীতে বসিয়ে পাই, 
    
            ________________________________________
            | হলঘরের প্রস্থ  |  ২০    |      ৪০  |       ৮০    |     ১৬০    |
            _________________________________________
            | হলঘরের দৈঘ্য |   ৫০  |      ১০০ |     ২০০     |   ৪০০       |
             ________________________________________
    
           লক্ষ কর দৈঘ্য বা প্রস্থ বের করার সময় একই সংখ্যা দিয়ে অনুপাতের রাশিদ্বয়কে গুণ করতে হবে ।






    1. Report
  4. Question:নিচের সমতুল অনুপাত গুলোকে চিহিৃত কর । ১২ : ১৮ : ৬ : ১৮ : ১৫ : ১০ : ৩ : ২ : ৬ : ৯ ; ২ : ৩ : ১ : ৩; ২ : ৬ ; ১২ : ৮ ধাপ-১ : প্রদত্ত অনুপাতগুলো হতে সরল অনুপাতগুলো খুজে বের করে পাশাপাশি লিখতে হবে । ধাপ-২ : সরল অনুপাতগুলোর গুণিতক অনুপাতগুলো ঐ অনুপাতের নিচে লিখতে হবে । 

    Answer
    সমতুল অনুপাতগুলো নিচে নিচে লিখা হলো :
    
     `১২ : ১৮ = (১২)/(১৮) = ২/৩` [লব ও হরকে ৬ দ্বারা ভাগ করে]
    
         = ২ : ৩
    
     `৬ : ১৮ = ৬/(১৮) = ১/৩` [লব ও হরকে ৬ দ্বারা ভাগ করে]
    
         = ১ : ৩
    
     `১৫ : ১০ = (১৫)/(১০) = ৩/২` [লব ও হরকে ৫ দ্বারা ভাগ করে]
    
          = ৩ : ২
    
     `৬ : ৯ = ৬/৯ = ২/৩` [লব ও হরকে ৩ দ্বারা ভাগ করে]
    
             = ২ : ৩
    
     `২ : ৬ = ২/৬ = ১/৩` [লব ও হরকে ৪ দ্বারা ভাগ করে ]
    
         = ১ : ৩
    
     `১২ : ৮ = (১২)/৮ = ৩/২` [লব ও হরকে ৪ দ্বারা ভাগ করে]
    
          = ৩ : ২
    
     উত্তর  : ১২ : ১৮ ; ৬ : ৯ : ২ : ৩  সমতুল অনুপাত
    
               ৬ : ১৮ ; ২ : ৬; ১ : ৩    সমতুল অনুপাত
       
               ১৫ : ১০ ; ৩ : ২ : ১২ : ৮  সমতুল অনুপাত






    1. Report
  5. Question:নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ কর । 2. ক. ৩ : ৫, ৫ : ৭ ও ৭ : ৯ খ. ৫ : ৩ ,৭ : ৫ ও ৯ : ৭ 

    Answer
    ক. অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর 
    
         গুণফল `= ৩ xx ৫ xx ৭ = ১০৫`
    
         এবং উত্তর রাশিগুলোর গুণফল` = ৫ xx ৭ xx ৯ = ৩১৫`
    
         নির্ণেয় অনুপাত = ১০৫ : ৩১৫
    
          = ১ : ৩ []উভয় রাশিকে ১০৫ দ্বারা ভাগ করে]
    
         নির্ণেয় মিশ্র অনুপাত  ১ : ৩  (উত্তর)
    
     খ. অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর 
    
         গুণফল` = ৫ xx ৭ xx ৯ = ৩১৫`
    
         এবং উত্তর রাশিগুলোর গুণফল` = ৩ xx ৫ xx ৭ = ১০৫`
    
         :. নির্ণেয় মিশ্র অনুপাত = ৩১৫ : ১০৫
    
                           = ৩ : ১
    
                   [উভয় রাশিকে ১০৫ দ্বারা ভাগ করে]
    
         নির্ণেয় মিশ্র অনুপাত = ৩ : ১    (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd