Question:`(৩৫)/(৩২), ৭/(৮০), ৯ ১/(২৪) `কয়েকটি ভগ্নাংশ । ক.` ৯ ১/(২৪)` কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর । খ. ভগ্নাংশগুলোর লব এর গ.সা.গু বের কর । গ. কোন বৃহত্তর সংখ্যা দিয়ে ভগ্নাংশগুলোকে ভাগ করলে ভাগফল প্রতি ক্ষেত্রে পূর্ণসংখ্যা হবে ।
Answer
ক. ৩য় ভগ্নাংশ `= ৯ ১/(২৪) = (৯ ২৪ ১)/(২৪)` `= (২১৭)/(২৪)` :. সাধারণ ভগ্নাংশটি` (২১৭)/(২৪)` (উত্তর) খ. ভগ্নাংশগুলো হলো` (৩৫)/(৩২), ৭/(৮০), (২১৭)/(২৪)` ভগ্নাংশগুলো লব হলো `৩৫, ৭, ২১৭` এখন ৭)২১৭(৩১ ২১ ----- ৭ ৭ --- ০ আবার ৭)৩৫(৫ ৩৫ ------- ০ :. ভগ্নাংগুলোর লব ৩৫, ৭, ২১৭- এর গ.সা.গু = ৭ (উত্তর) গ. নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে` (৩৫)/(৩২), ৭/(৮০), ৯ ১/(২৪)` অর্থাৎ `(৩৫)/(৩২), ৭/(৮০), (২১৭)/(২৪) `এর গ.সা.গু ’খ’ থেকে পাই, ভগ্নাংশগুলোর লব ৩৫, ৭, ২১৭ এর গত.সা.গু = ৭ এখন, ২| ৩২, ৮০, ২৪ __________ ২| ১৬, ৪০, ১২ _________ ২| ৮, ২০, ৬ ________ ২| ৪, ১০, ৩ _______ ২, ৫, ৩ :. ল.সা.গু `= ২ xx ২ xx ২ xx ২ xx ২ xx ৫ xx ৩ = ৪৮০` :. ভগ্নাংশগুলোর হর ৩২, ৮০, ২৪- এর ল.সা.গু = ৪৮০ :. ভগ্নাংশুেলোর গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু) ` = ৭/(৪৮০)` :. নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি `৭/(৪৮০) (উত্তর)