1. Question:৯ : ১৬ অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ কর । 

    Answer
    প্রদত্ত অনুপাত ৯ : ১৬ এর ব্যস্ত অনুপাত
    
     হলো ১৬ : ৯  (উত্তর)






    1. Report
  2. Question:নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। ক. ১৬ : ১৩ খ. ১৩ : ১৭ গ. ২১ : ২১ । 

    Answer
    প্রদত্ত অনুপাতগুলো
    
    (ক) ১৬ : ১৩
    
    (খ) ১৩ : ১৭
    
    (গ) ২১ : ২১
    
    (গ) নং অনুপাতের পূ্র্ব রাশি ও উত্তর রাশি সমান ।
    
     সুতরাং (গ) ২১ : ২১ হলো একক অনুপাত ।
    
    :. একক অনুপাত (গ) ২১ : ২১  (উত্তর)






    1. Report
  3. Question:৫৫০ টাকাকে ৫ : ৬ ও ৪ : ৭ অনুপাতে ভাগ কর । 

    Answer
    প্রথম অংশ :
    
        টাকার অনুপাত = ৫ : ৬
    
        অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৫ + ৬ = ১১
    
        প্রথম অংশ = ৫৫০ টাকার `৫/(১১)` অংশ
    
               `= ৫৫০ xx ৫/(১১)` টাকা
    
               = ২৫০ টাকা
    
         দ্বিতীয় অংশ = ৫৫০ টাকার `৬/(১১) `
    
                `= ৫৫০ xx ৬/(১১)` টাকা = ৩০০ টাকা
    
          :. ৫৫০ টাকাকে ৫ : ৬ অনুপাত ভাগ করলে অংশদ্বয় হয় যথাক্রমে ২৫০ টাকা ও ৩০০ টাকা ।  (উত্তর)
    
          দ্বিতীয় অংশ :
    
          টাকার অনুপাত = ৪ : ৭
    
          অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৪ + ৭ = ১১
    
          প্রথম অংশ = ৫৫০ টাকার` ৪/(১১)` অংশ
    
         `= ৫৫০ xx ৪/(১১)` টাকা = ২০০ টাকা
    
         দ্বিতীয় অংশ = ৫৫০ টাকার `৭/(১১)` টাকা
    
        `= ৫৫০ xx ৭/(১১)` টাকা = ৩৫০ টাকা
    
        :. ৫৫০ টাকাকে ৪ : ৭ অনুপাতে ভাগ করলে অংশদ্বয় হয় যথাক্রমে ২০০ টাকা ও ৩৫০ টাকা । (উত্তর)






    1. Report
  4. Question:পিতা ও পু্ত্রের বয়সের অনুপাত ১৪ : ৩ । পিতার বয়স ৫৬ বছর হলে ও পুত্রের বয়স কত ? 

    Answer
    পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৪ : ৩ ।
    
         :. (পিতার বয়স)/(পুত্রের বয়স) `= (১৪)/(৩)`
    
         বা, (পুত্রের বয়স)/(পিতার বয়স) `= ৩/(১৪)` [ব্যস্ত অনুপাত করে ।]
    
         বা,  (পুত্রের বয়স)/(পিতার বয়স)` = ৩/(১৪) xx ` পিতার বয়স [আড়গুণন করে]
    
         অর্থাৎ পুত্রের বয়স পিতার বয়সের ` ৩/(১৪)` গুণ
    
         :. পুত্রের বয়স `= ৫৬ xx ৩/(১৪)` বছর
    
         `= (১৬৮)/(১৪)` বছর
    
          = ১২ বছর    
    
          :. পুত্রের বয়স = ১২  (উত্তর)






    1. Report
  5. Question:দুইটি সংখ্যার যোগফল ৩৬০ । এদের অনুপাত ১০ : ১১ হলে, সংখ্যা দুইুটি নির্ণয় কর । 

    Answer
    দুইটি সংখ্যার যোগফল ৬৩০ 
    
              এবং এদের অনুপাত ১০ : ১১
    
              অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল = ১০ + ১১ = ২১
    
              প্রথম সংখ্যা = ৬৩০ এর` (১০)/(২১) = ৩০০`
    
              দ্বিতীয় সংখ্যা = ৬৩০ এর` (১১)/(২১) = ৩৩০`
    
              :. সংখ্যা দুইটি ৩০০ ও ৩৩০ ।  (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd