1. Question:সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ কর : ক. ৪৫% খ. ১২ ১/২% গ. ৩৭ ১/২% ঘ. ১১ ১/৪% 

    Answer
    ক.` ৪৫% = (৪৫)/(১০০) = ৯/(২০) = ০.৪৫`
    
       উত্তর :` ৯/(২০) ও ০.৪৫`
    
    
    খ. `১২ ১/২% = (২৫)/২ % = (২৫)/(২ xx ১০০) = ১/৮ = ০.১২৫`
    
       উত্তর :` ১/৮ ও ০.১২৫`
    
    গ.` ৩৭ ১/২% = (৭৫)/২% = (৭৫)/(২ xx ১০০) = ৩/৮ = ০.৩৭৫`
    
      উত্তর :` ৩/৮ ও ০.৩৭৫`
    
    ঘ. `১১ ১/৪ % = (৪৫)/৪ % = (৪৫)/(৪ xx ১০০) = ৯/(৮০) = ০.১১২৫`
    
      উত্তর : `৯/(৮০) ও ০.১১২৫`






    1. Report
  2. Question:অনুশীলনী-২.২ ক. ১২৫ এর ৫% কত ? খ. ২২৫ এর ৯% কত ? গ. ৬ কেজি চালের ৬% কত ? ঘ. ২০০ সেন্টিমিটার ৪০% কত ? 

    Answer
    ক.   ১২৫ এর ৫% = ১২৫ এর` ৫/(১০০) = (২৫)/৪ = ৬ ১/৪`
    
       :. ১২৫ এর ৫% `= ৬ ১/৪`  (উত্তর)
    
    খ.  ২২৫ এর ৯% = ২২৫ এর`৯/(২০০) = (৮১)/৪ = ২০ ১/৪`
    
      :. ২২৫ এর ৯% `= ২০ ১/৪ ` (উত্তর)
    
    গ.  ৬ কেজি চালের ৬% 
    
      = ৬ কেজি এর ৬/(১০০) = ৬ এর ৬/(১০০) কেজি `= ৯/(২৫)` কেজি
    
     :. ৬ কেজি চালের ৬%` = ৯/(২৫)`কেজি চাল  (উত্তর)
    
    ঘ.  ২০০ সেন্টিমিটার ৪০% 
    
     = ২০০ সেন্টিমিটার এর` (৪০)/(১০০) = ২০০ এর (৪০)/(১০০)` সেন্টিমিটার 
    
    = ৮০ সেন্টিমিটার 
    
    :. ২০০ সেন্টিমিটার এর `৪০% = ৮০` সেন্টিমিটার  (উত্তর)






    1. Report
  3. Question:অনুশীলনী-২.২ ক. ২০ টাকা ৮০ টাকার শতকরা কত ? খ. ৭৫ টাকা ১২০ টাকার শতকরা কত ? 

    Answer
    ক.  ২০ টাকা ৮০ টাকার` ২০/৮০ = (২০ xx ১০০)/(৮০ xx ১০০)`
    
                        ` = (২৫)/(১০০) = ২৫% ` (উত্তর)
    
    
    
    খ.   ৭৫ টাকা ১২০ টাকার (৭৫)/(১২০)
    
       `= (৭৫ xx ১০০)/(১২০ xx ১০০) = (১২৫)/২ ১/(১০০) = ৬২ ১/২% ` (উত্তর)






    1. Report
  4. Question:একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন । এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে, ঐ স্কুলের ছাত্র সংখ্যা বের কর । অনুশীলনী-২.২ 

    Answer
    ছাত্রীর সংখ্যা ৪০% 
    
    :. ছাত্র সংখ্যা (১০০ - ৪০) % = ৬০ %
    
    :. ছাত্র সংখ্যা ৫০০ জন এর` ৬০% = ৫০০ xx (৬০)/(১০০)` জন = ৩০০ জন
    
    :. ছাত্র সংখ্যা ৩০০ জন । (উত্তর)






    1. Report
  5. Question:ডেভিড সাময়িক পরীক্ষায় ৯০০ নম্বরের ৬০০ নম্বর পেয়েছে । সে শতকরা কত নম্বর পেয়েছে ? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় কর । অনুশীলনী-২.২ 

    Answer
    ডেভিড সাময়িক পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেয়েছে ।
    
    :. প্রাপ্ত নম্বর ও মোট নম্বরের অনুপাত `(৬০০)/(৯০০) = ২/৩`
    
    :. সে শতকরা নম্বর পেয়েছে` (২ xx ১০০)/৩ = (২০০)/৩ = ৬৬ ২/৩`
    
    :. মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত = ৯০০ : ৬০০
    
         ` = (৯০০)/(৬০০) = ৩/২ = ৩ : ২`
    
    ডেভিড ৬৬ ২/৩ % নম্বর পেয়েছে এবং তার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত ৩ : ২  (উত্তর)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd