Question:একটি সংখ্যার পাঁচগুণ থেকে সংখ্যাটির দ্বিগুণের বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 10 বেশি । ক. সংখ্যাটি x হলে সমীকরণ গঠন কর । 2 খ. সংখ্যটি নির্ণয় কর । 4 গ. প্রাপ্ত সংখ্যাটির জন্য একটি সংখ্যাটি y এর ছয়গুণ অপেক্ষা y কম হলে y এর মান নির্ণয় কর । 4
Answer
ক. দেওয়া আছে, সংখ্যাটি x
:. সংখ্যাটির পাঁচগুণ = 5x
:. ,, দ্বিগুণ = 2x
:. সমীকরণটি, 5x - 2x = x + 10 (Ans)
খ. প্রাপ্ত সমীকরণ, 5x - 2x = x + 10
বা, 3x = x + 10
বা, 3x - x = x + 10 - x [উভয়পক্ষকে থেকে x বিয়োগ করে]
বা, 2x = 10
বা, `(2x)/2 = (10)/2` [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x = 5
:. নির্ণেয় সংখ্যা, x = 5 (Ans)
গ. প্রাপ্ত সংখ্যাটি হলো 5
দেওয়া আছে, অন্য একটি সংখ্যা y
:. y এর ছয়গুণ = 6y
প্রশ্নমতে, 6y - y = 5
বা, 5y = 5
বা, `(5y)/5 = 5/5` [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে]
বা, y = 1
:. নির্ণেয় মান, y = 1