1. Question:কোনো মুরগীর খামারের মেঝের দৈঘ্য, প্রস্থের তিনগুণ । মেঝের পরিসীমা 48 মিটার ক. অজ্ঞাত রাশির সাহায্যে সমীকরণ গঠন কর । 2 খ. মেঝের দৈঘ্য নির্ণয় কর । 4 গ. যদি মেঝেতে একটি মুরগী বর্গমিটার জায়গা দখল করে তবে ঐ খামারে মোট কতটি মুরগী রাখা যাবে ? 4 

    Answer
    ক. 2 (x + 3x) = 48   খ.  18 মিটার;    গ.  216 টি মুরগী ।






    1. Report
  2. Question:তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24 ক. একটি সংখ্যা x হলে অপর 2 টি x এর মাধ্যমে প্রকাশ কর । 2 খ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে সমীকরণ গঠন কর । 4 গ. প্রাপ্ত সমীকরণ থেকে সংখ্যা তিনটি নির্ণয় কর । 4 

    Answer
    ক.  (x + 1), (x + 2):   খ.   3x + 3 = 24; 
    
     গ. 7. 8. 9






    1. Report
  3. Question:বিয়োগ কর: `a^2 + b^2 + c^2`থেকে `- a^2 + b^2 - c^2` 

    Answer
    বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই,
    
           `a^2 - b^2 + c^2`
    
     এখন প্রথম রাশির সাথে রুপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই,
    
        `a^2 + b^2 + c^2`
    
        `a^2 - b^2 + c^2`
        -------------------------
        `2a^2 + 0 + 2c^2`
    
       নির্ণেয় বিয়োগফল ` 2a^2 + 2c^2`  (Ans)






    1. Report
  4. Question:বিয়োগ কর: 4ax + 5by থেকে 6by + 3ax + 9cz 

    Answer
    বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই,
    
           - 6by - 3ax - 9cz
    
           এখন প্রথম রাশির সাথে রুপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই,
    
             4ax + 5by + 6cz
    
            - 3ax - 6by - 9cz
             _________________
               ax - by   - 3cz   
    
     নির্ণেয় বিয়োগফল  ax - by - 3cz  (Ans)






    1. Report
  5. Question:বিয়োগ কর: `3x^2 y^2 - 5x^2 y^2 + 7xy + 2`থেকে ` - x^3 y^2 + x^2 y^2 + 5xy + 2` 

    Answer
    বিয়োজ্যের প্রতিটি পদের চিহৃ পরিবর্তন করে পাই, 
    
             `x^3 y^2 - x^2 y^2 - 5xy - 2`
    
             এখন প্রথম রাশির সাথে রুপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই, 
    
            `3x^3 y^2 - 5x^2 y^2 + 7xy + 2`
    
            `x^3 y^2 - x^2 y^2 - 5xy - 2`
             __________________________
            `4x^3 y^2 - 6x^2 y^2 + 2xy + 0`
    
    
         নির্ণেয় বিয়োগফল `4x^3 y^2 - 6x^2 y^2 + 2xy`   (Ans)






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd